সংযুক্ত আরব আমিরাতের শারজাহ শহরে তুচ্ছ একটি বিষয়—‘খেজুর খাওয়া’—কে কেন্দ্র করে ভয়াবহ এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক বাংলাদেশি তরুণ প্রাণ হারিয়েছেন আরেক বাংলাদেশি রুমমেটের হাতে। নিহত যুবকের নাম মোহাম্মদ আরিফ (২৪)। তিনি কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার দেবাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা।
জানা যায়, গত ২৭ মে সকালে শারজার সানাইয়া এলাকার একটি বাসায় রুমমেট মোহাম্মদ ওসমানের সঙ্গে বিতণ্ডার একপর্যায়ে লোহার রড দিয়ে মাথায় আঘাত করেন ওসমান। এতে মারাত্মকভাবে আহত হন আরিফ। আগের রাতে খেজুর খাওয়ার সময় ফেলা বিচি রুমমেটের গায়ে লাগার ঘটনা থেকেই বিরোধের সূত্রপাত বলে জানা গেছে।
আহত অবস্থায় আরিফকে দ্রুত শারজার আল কাসেমি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি ১৩ দিন কোমায় থাকার পর ৯ জুন মারা যান। এরপর আইনি প্রক্রিয়া এবং কনস্যুলেট কার্যক্রমের কারণে তার মরদেহ আরও ১৬ দিন আবুধাবির কেন্দ্রীয় হিমঘরে সংরক্ষিত ছিল।
আরও পড়ুন
নিহত আরিফ রামু সরকারি কলেজের স্নাতক তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। পরিবারের আর্থিক সঙ্কটে পড়াশোনা ছেড়ে দশ মাস আগে ভিজিট ভিসায় আমিরাতে যান তিনি। ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তিনি বৈধতা হারিয়ে কোনো স্থায়ী চাকরি জোগাড় করতে পারেননি।
এদিকে অভিযুক্ত মোহাম্মদ ওসমান বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। নিহত আরিফের মরদেহ দেশে পৌঁছানোর পর বুধবার কক্সবাজারের মহেশখালীতে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।