মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা

Attack on us military base

সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় হাসাকাহ প্রদেশের কাসরুক এলাকায় অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার ঘটনা ঘটেছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মেহের এ তথ্য নিশ্চিত করেছে। তবে হামলার ধরন বা ক্ষয়ক্ষতির বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি।

স্থানীয় সূত্রগুলোর বরাতে জানা গেছে, ঘাঁটিতে বিস্ফোরণের বিকট শব্দ শোনা গেছে এবং এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার পরপরই মার্কিন সেনারা ঘাঁটিটি ঘিরে ফেলে এবং আশপাশের এলাকায় নজরদারি জোরদার করে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ড্রোন ও সামরিক হেলিকপ্টার ঘটনাস্থলে টহল দেয়।

বিশ্লেষকদের মতে, এই হামলাটি মধ্যপ্রাচ্যে চলমান অস্থির রাজনৈতিক প্রেক্ষাপটের একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত। ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার ধারাবাহিকতায় এ হামলা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

এর আগেও সিরিয়ায় মার্কিন ঘাঁটিগুলো একাধিকবার রকেট ও ড্রোন হামলার শিকার হয়েছে। এসব হামলার পেছনে ইরানপন্থি গোষ্ঠীগুলোর সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ উঠলেও, অধিকাংশ ক্ষেত্রেই হামলাকারীদের পরিচয় নিশ্চিত করা যায়নি।

তবে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র বা তাদের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই হামলা নিয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, এ ধরনের ঘটনা যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি ও আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থার ওপর নতুন করে চাপ তৈরি করতে পারে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Gif final ezgif.com optimize