ইরান-ইসরায়েলের চলমান সংঘাতের কারণে বাংলাদেশ থেকে চিকিৎসা নিতে যাওয়া প্রায় ২০ জন নাগরিক বর্তমানে তেহরানে আটকে পড়েছেন। তারা মূলত কিডনি প্রতিস্থাপনের উদ্দেশ্যে ইরানে গিয়েছিলেন বলে জানিয়েছেন তেহরানে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা ওয়ালিদ ইসলাম।
তিনি জানান, এসব রোগী শহরের বিভিন্ন জায়গায় অবস্থান করছিলেন। সংঘাত শুরু হওয়ার পর নিরাপত্তার কথা বিবেচনা করে তাদের হাসপাতাল এলাকায় অবস্থান করতে বলা হয়েছিল। কিন্তু পরবর্তীতে হাসপাতাল এলাকায়ও হামলার ঘটনা ঘটায় তারা চরম আতঙ্কের মধ্যে পড়েন।
ওয়ালিদ ইসলাম বলেন, “রোগীদের মানসিকভাবে স্থির রাখতে আমরা সার্বক্ষণিক যোগাযোগ রাখছি এবং তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার চেষ্টা করছি।” পরিস্থিতির অবনতির ফলে দ্রুততম সময়ে তাদের নিরাপদে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে বাংলাদেশ মিশন।
আরও পড়ুন
এদিকে, চিকিৎসা ছাড়া ব্যক্তিগত কারণে যাওয়া কিছু বাংলাদেশিও একইভাবে আটকে পড়েছেন। তাদের মধ্যে একজন হলেন বাংলাদেশি চিকিৎসক ডা. ইকরাম আর আজিজুর রহমান, যিনি তার ইরানি স্ত্রীকে নিয়ে মে মাসে তেহরানে যান। ১৫ জুন দেশে ফেরার কথা থাকলেও যুদ্ধ শুরু হওয়ায় তারা আর ফিরতে পারেননি।
বর্তমানে ইরানে বাংলাদেশি নাগরিকের আনুমানিক সংখ্যা দুই হাজার। এদের মধ্যে অনেকে পড়াশোনা, চাকরি, ব্যবসা কিংবা পরিবারিক কারণে সেখানে বসবাস করছেন। উত্তপ্ত পরিস্থিতির মধ্যে দূতাবাস তাদের পাশে থাকার এবং নিরাপত্তা নিশ্চিতের চেষ্টা চালিয়ে যাচ্ছে।