ইরানের রাজধানী তেহরানে ইসরায়েলের চালানো ভয়াবহ বিমান হামলায় অন্তত ৬০ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ২০ জন শিশু রয়েছে। শনিবার (১৪ জুন) ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন এ তথ্য জানায়। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে এ তথ্য উঠে এসেছে।
খবরে বলা হয়, শুক্রবার ভোররাতে ইসরায়েলের চালানো এই হামলা ছিল তৃতীয় দফা আক্রমণ, যা ‘অপারেশন রাইজিং লায়ন’ নামে পরিচিত। এতে অংশ নেয় প্রায় ২০০টি যুদ্ধবিমান এবং হামলা চালানো হয় ১০০টিরও বেশি লক্ষ্যবস্তুর ওপর। লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ছিল পরমাণু স্থাপনা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঘাঁটি, সামরিক ইনস্টলেশন ও আকাশ প্রতিরক্ষা অবকাঠামো।
আরও পড়ুন
ইরানের রেভল্যুশনারি গার্ড পরিচালিত ফার্স নিউজ এজেন্সির বরাত দিয়ে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, আগের হামলাগুলোতেও নিহত হয়েছেন ৭৮ জন এবং আহত হন প্রায় ৩৩০ জন। তবে বেসরকারি সূত্রের দাবি, হতাহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।
বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে, এই হামলায় ইরানের সেনাবাহিনীর উচ্চপর্যায়ের একাধিক কর্মকর্তা এবং গুরুত্বপূর্ণ পরমাণু বিজ্ঞানীর মৃত্যু হয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়ে বলেছেন, ইরানের পারমাণবিক সক্ষমতা ও ব্যালিস্টিক প্রযুক্তি ধ্বংস না হওয়া পর্যন্ত হামলা বন্ধ হবে না।
অপরদিকে, ইরান সরকার জনগণের প্রতি ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে। পাশাপাশি ইসরায়েলের এই হামলার কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। আন্তর্জাতিক মহল বর্তমানে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং আরও বড় ধরনের সংঘাত এড়াতে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।