সর্বশেষ

কাতার প্রবাসীদের জরুরি নির্দেশনা দূতাবাসের

Bangladsh embassy qatar 1 copy

কাতারে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে বাংলাদেশ দূতাবাস। সাম্প্রতিক সময়ে বৈধ কাগজপত্র না থাকায় অনেক বাংলাদেশি কর্মীকে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করে দেশে পাঠিয়েছে। এ ধরনের পরিস্থিতি এড়াতে প্রবাসীদের বৈধ পাসপোর্টের পাশাপাশি কিছু নির্দিষ্ট কাগজপত্র হালনাগাদ রাখা বাধ্যতামূলক বলে জানিয়েছে দূতাবাস।

দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিটি প্রবাসীর বৈধ কাতার আইডি থাকতে হবে। আইডির মেয়াদ শেষ হওয়ার তিন মাস পর থেকে কেউ অবৈধ হিসেবে গণ্য হবেন। এছাড়া কাজ অবশ্যই কাতার আইডিতে উল্লিখিত স্পন্সর বা কোম্পানির অধীনে করতে হবে। অন্য কোম্পানিতে কাজের জন্য বৈধ অনুমতিপত্র থাকা অপরিহার্য। অনুমতি ছাড়া অন্যত্র কাজ করা বা রাস্তায় কাজ খোঁজা যাবে না।

কাতারে যেসব কারণে প্রবাসীরা গ্রেপ্তার বা ডিপোর্ট হতে পারেন তার মধ্যে রয়েছে— আইডিতে উল্লিখিত কোম্পানি ছাড়া অন্যত্র কাজ করা, ফ্রি ভিসায় অবৈধভাবে কাজ করা বা ব্যবসা করা, পালিয়ে যাওয়া (বালা হরুব/ রানওয়ে মামলা), কাতার আইডির মেয়াদ শেষ হওয়ার তিন মাসের মধ্যে নবায়ন না করা এবং নতুন প্রবেশকারীদের এক মাসের মধ্যে আইডি না করা।

দূতাবাসের পক্ষ থেকে প্রবাসীদের অনুরোধ করা হয়েছে, প্রয়োজনীয় কাগজপত্র নিয়মিত নবায়ন করুন এবং বৈধতার বাইরে কোনো কাজে যুক্ত হবেন না। এতে অযাচিতভাবে গ্রেপ্তার বা ডিপোর্ট হওয়ার ঝুঁকি থেকে নিরাপদ থাকা সম্ভব হবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Japan slim gif (1)
Probashir city web post