সারেগামাপা খ্যাত জনপ্রিয় গায়ক মাইনুল আহসান নোবেল অবশেষে বিয়ে করলেন ইডেন কলেজের সেই সাবেক শিক্ষার্থীকে, যিনি তার বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন। বৃহস্পতিবার (১৯ জুন) কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে তাদের এই বিয়ে সম্পন্ন হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিভাগের কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মো. জাহাঙ্গীর কবির।
এর আগে, গত বুধবার আদালতে নোবেলের আইনজীবী পক্ষ থেকে একটি আবেদন করা হয়। আবেদনে উল্লেখ করা হয়, বাদী ও আসামির মধ্যে ভুল বোঝাবুঝির কারণে মামলা হয়েছিল এবং বর্তমানে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে ইচ্ছুক। তাই কারাগারে থেকেই তাদের বিয়ের অনুমতির প্রয়োজন রয়েছে। আদালত শুনানি শেষে আবেদনটি মঞ্জুর করেন।
আদালতের নির্দেশনা অনুযায়ী, বাদী ও আসামির সম্মতিতে রেজিস্ট্রি কাবিননামা সম্পাদনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ অনুযায়ী, আইনি প্রক্রিয়া মেনে কারাগারে তাদের বিয়ে অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন
প্রসঙ্গত, গত ১৯ মে রাত ২টার দিকে রাজধানীর ডেমরা এলাকায় একটি বাসা থেকে নোবেলকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করলে আদালত তার জামিন নামঞ্জুর করেন।
বিয়ের মাধ্যমে দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তি হওয়ায় এই ঘটনা সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। অনেকে এটিকে ‘ভিন্নধর্মী মীমাংসা’ হিসেবে দেখছেন।