আট বউ নিয়ে প্রকাশ্যে মোশাররফ করিম

Mosharraf karim publicly admits to having eight wives

জনপ্রিয় নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ের জন্য একটি নতুন সিরিজ নির্মাণ করছেন, যার নাম ‘বোহেমিয়ান ঘোড়া’। এই সিরিজে প্রধান চরিত্রে দেখা যাবে অভিনেতা মোশাররফ করিমকে। তিনি ট্রাকচালক আব্বাস চরিত্রে অভিনয় করছেন, যিনি একইসাথে একজন প্রেমিক হৃদয়ের মানুষ এবং দেশের সাত জেলায় তার সাতটি সংসার রয়েছে। আব্বাসের অষ্টম বিবাহের পরিকল্পনা থেকেই শুরু হয় নানাComplications।

সম্প্রতি এই সিরিজে মোশাররফ করিমের আট স্ত্রীর চরিত্রে কারা অভিনয় করছেন, তা জানা গেছে। এই ভূমিকায় থাকছেন সাদিয়া আয়মান, তানজিকা আমিন, রুনা খান, মৌসুমি হামিদ, ফারহানা হামিদ, জুই করিম ও অদিতি বৃষ্টি। রবিবার (১১ মে) এই সাত অভিনেত্রীর ছবিসহ একটি পোস্টার প্রকাশ করা হয়েছে, যেখানে মোশাররফ করিম তাদের সাথে একত্রে উপস্থিত।

কমেডি ঘরানার এই গল্পের কেন্দ্রীয় চরিত্র আব্বাস, যার ভূমিকায় অভিনয় করছেন মোশাররফ করিম। তার বহুগামী জীবন এবং আটটি সংসারকে কেন্দ্র করেই সিরিজের কাহিনি আবর্তিত হবে। এর আগে অমিতাভ রেজা চৌধুরীর ‘ঢাকা মেট্রো’ সিরিজটি দর্শক মহলে প্রশংসিত হয়েছিল, যা ছিল একটি রাস্তার জীবনের গল্প। ‘বোহেমিয়ান ঘোড়া’ও অনেকটা সেই ধাঁচের গল্প নিয়ে আসছে বলে ধারণা করা হচ্ছে।

সিরিজটির ঘোষণা আসার পর থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। তবে ‘বোহেমিয়ান ঘোড়া’ কবে নাগাদ মুক্তি পাবে, সেই তারিখ এখনও চূড়ান্ত করা হয়নি। অমিতাভ রেজা চৌধুরীর নির্মাণশৈলী এবং মোশাররফ করিমের অভিনয়ের জন্য দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city web post