দুবাই থেকে উটের দুধ আনছেন মিষ্টি জান্নাত

Sweet paradise is bringing camel milk from dubai

ঢালিউড অভিনেত্রী মিষ্টি জান্নাত পেশায় একজন দন্ত্য চিকিৎসক। তবে আরও একটি পরিচয় রয়েছে তার। ব্যবসায় যুক্ত রয়েছেন দীর্ঘদিন ধরে। সম্প্রতি দেশে উটের দুধ সরবরাহ করার চিন্তাভাবনা রয়েছে নায়িকার।

ব্যক্তিগত কারণে কয়েক মাস ধরে দুবাই অবস্থান করছেন মিষ্টি। সেখানে অবকাশ যাপনের পাশাপাশি কয়েকটি ব্যবসায়ী উদ্যোগও হাতে নিচ্ছেন। যার একটি হলো উটের দুধের ব্যবসা।এ প্রসঙ্গে অভিনেত্রীর কাছে কিছু জানতে চাইলে সংবাদমাধ্যমে মিষ্টি বলেন, আমি উটের দুধের চা খাই। এ দুধ স্বাস্থ্যের জন্যও বেশ ভালো। তাই দেশে এ দুধ নিয়ে আসার পরিকল্পনা করছি।

মিষ্টি জান্নাত আরও বলেন, দুবাই থেকে এ দুধ আমদানি করব। এটি যেন সবাই খেতে পারেন সেজন্য ২০০ মিলিগ্রামের প্যাকেটও বের করার ইচ্ছা রয়েছে। খুব শিগগিরই এ পণ্য দেশের মাটিতে লঞ্চ করব।

ব্যবসায়ী উদ্যোগ নেয়ার পাশাপাশি চিকিৎসা সেবার পরিধি বাড়াতে নিউইয়র্কেও দাঁতের একটি ক্লিনিক করার পরিকল্পনা রয়েছে তার। দেশে এ স্বপ্ন পূরণ হওয়ার পর বিদেশের মাটিতেও সে স্বপ্ন পূরণ করতে চান অভিনেত্রী।

২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় ক্যারিয়ার শুরু করেন মিষ্টি জান্নাত। এরপর নিয়মিত কাজ করেছেন সিনেমায়। বর্তমানে বিগ বাজেটের দুটি সিনেমার কাজ হাতে রয়েছে তার। কাজ চলছে একটি ওয়েব ফিল্মেরও। যেখানে একজন সাইকো কিলার হিসেবে পর্দায় ধরা দেবেন মিষ্টি জান্নাত।

 

আরও দেখুন:

 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city web post