ব্রুনাইয়ে অবৈধভাবে অবস্থানের অপরাধে পাঁচ বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং বেত্রাঘাতের শাস্তি দেয়া হয়েছে। দেশটির জাতীয় নিবন্ধন ও অভিবাসন বিভাগের পরিচালিত অভিযানে এই সব ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
গেল বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দেশটির জাতীয় নিবন্ধন বিভাগের জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, গ্রেফতারকৃত বাংলাদেশিরা ব্রুনাই অভিবাসন আইন লঙ্ঘন করে দেশটিতে অবৈধভাবে অবস্থান করছিলেন। তাদের ইমিগ্রেশন পাস মেয়াদোত্তীর্ণ হওয়ার পরেও তারা ব্রুনাই ত্যাগ করেনি।
বিবৃতি অনুযায়ী, ৩৭ বছর বয়সী ডালিমকে ৩১ অক্টোবর (বৃহস্পতিবার) থেকে চার মাসের কারাদণ্ড এবং তিনটি বেত্রাঘাতের শাস্তি দেয়া হয়েছে। অন্য চারজন বাংলাদেশিও বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং বেত্রাঘাতের শাস্তি ভোগ করবে।
এছাড়া, একজন বাংলাদেশিকে অবৈধ অভিবাসীদের আশ্রয় দেয়ার অপরাধে ৩ হাজার ব্রুনাই মুদ্রা জরিমানা করা হয়েছে। জরিমানা পরিশোধে ব্যর্থ হলে তাকেও কারাদণ্ড ভোগ করতে হবে।
আরও
এদিকে, ব্রুনাই সরকার অবৈধ অভিবাসন রোধে কঠোর ব্যবস্থা নিচ্ছে। জাতীয় নিবন্ধন বিভাগ জনসাধারণের কাছ থেকে অবৈধ অভিবাসীদের সম্পর্কে কোনো তথ্য থাকলে তাদের হটলাইন ৮৭৩৪৮৮৮ বা ৮৭৫৩৮৮৮ (বান্দর সেরি বেগাওয়ান) এবং ৮৯৮৪১১১ (কুয়ালা বেলাইট)-এ সরাসরি যোগাযোগ করার আহ্বান জানিয়েছে।











