সর্বশেষ

মামলা থেকে নাম বাদ দিতে প্রবাসীর থেকে ৫ লাখ টাকা ঘুষ দাবি এসআইয়ের

Si demands tk 5 lakh bribe from expatriate to remove name from case

নাটোরের গুরুদাসপুর থানার উপপরিদর্শক (এসআই) আবু জাফর মৃধার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রপ্রবাসী এক ব্যবসায়ীর কাছ থেকে পাঁচ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ উঠেছে। অভিযোগকারী রাসেল হোসাইন এ বিষয়ে নাটোরের পুলিশ সুপার বরাবর একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন, যেখানে একটি অডিও রেকর্ডও সংযুক্ত রয়েছে।

অভিযোগ থেকে জানা যায়, গত ১৫ মে চাঁচকৈড় বাজারে ইটভাটা ব্যবসায়ী ফরিদ মোল্লার ছেলে রুবেল মোল্লাকে কিছু দুর্বৃত্ত মারধর করেন। এ সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন প্রবাসী রাসেল হোসাইনের ব্যবসা প্রতিষ্ঠানের এক কর্মচারী। পরদিন রুবেলের পরিবার রাসেল হোসাইনকে প্রধান আসামি করে একটি মামলা দায়ের করে, যদিও রাসেল সে সময় দেশে ছিলেন না। মামলাটি তদন্তের দায়িত্ব পান এসআই আবু জাফর মৃধা।

অভিযোগ অনুযায়ী, তদন্ত কর্মকর্তা মামলার পর থেকে রাসেলের ম্যানেজারের কাছে ঘুষ দাবি করে আসছিলেন। গত ২ জুন ফোনে সরাসরি পাঁচ লাখ টাকা দাবি করেন এবং কোরবানির ঈদের আগেই এক লাখ টাকা দিতে হবে বলে চাপ দেন। এই ফোনালাপ রেকর্ড করে নাটোর জেলা পুলিশ সুপারের কাছে জমা দেন রাসেলের ম্যানেজার গোলাম রাব্বি।

এ প্রসঙ্গে প্রবাসী রাসেল হোসাইন বলেন, “আমি প্রবাসে থেকেও দেশের প্রতি দায়িত্ববোধ থেকে দুটি ব্যবসা পরিচালনা করছি। অথচ একটি ভিত্তিহীন মামলায় আমাকে জড়িয়ে আমার ম্যানেজারের কাছে ঘুষ দাবি করা হচ্ছে। বিষয়টি হতবাক ও আতঙ্কজনক।” রাসেলের দাবি, তার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা, তাই এমন হয়রানি আরও দুঃখজনক।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে এসআই আবু জাফর মৃধা সব অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি কারও কাছ থেকে কোনো অর্থ দাবি করিনি, এসব ভিত্তিহীন।” নাটোর জেলা পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, লিখিত অভিযোগ পেয়েছেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বাস দিয়েছেন।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Japan slim gif (1)
Probashir city web post