পতাকায় প্রণাম না করলে বাংলাদেশিদের চিকিৎসা দেবেন না ভারত

পতাকায় প্রণাম না করলে বাংলাদেশিদের চিকিৎসা দেবেন না ভারত

ভারতের শিলিগুড়িতে এক চিকিৎসকের চেম্বারের বাইরে লাগানো সেদেশের জাতীয় পতাকা। শেখর বন্দ্যোপাধ্যায় নামের ওই চিকিৎসক বাংলাদেশি রোগীদের জন্য দিয়েছেন শর্ত।

চেম্বারের সামনে সাঁটানো বার্তায় তিনি লিখেছেন, ‘ভারতবর্ষের জাতীয় পতাকা আমাদের মাতৃসম। এ পতাকাকে প্রণাম করে চেম্বারে প্রবেশ করবেন। বিশেষত বাংলাদেশ থেকে আসা রোগীরা প্রণাম না করলে এখানে রোগী দেখা হবে না।

শেখর বন্দোপাধ্যায় নামের ওই চিকিৎসক ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকেও একই কথা বলেছেন। তিনি পশ্চিমবঙ্গের নর্থবেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালের ইএনটি (নাক-কান-গলা) বিভাগের স্পেশাল মেডিকেল অফিসার।

তিনি বলেন, ‘বাংলাদেশে আমাদের পতাকা অবমাননা করা হয়েছে, যা আমাকে কষ্ট দিয়েছে। আমি রোগীদের ফিরিয়ে দিতে চাই না। কিন্তু যারা আমাদের দেশে আসবেন, তাদের আমাদের পতাকাকে সম্মান জানাতে হবে।

সম্প্রতি ঢাকার বিমানবন্দরে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার এবং পরদিন তাকে আদালতে হাজির করার পর চট্টগ্রামে সহিংসতায় আইনজীবী নিহত হওয়ার ঘটনার পর দুই দেশের মধ্যে উত্তেজনা তৈরি হয়। দুই দেশেই পতাকা অবমাননার অভিযোগ উঠেছে।

প্রতিক্রিয়ায় ভারতের পশ্চিমবঙ্গ থেকে হাসপাতাল ও চেম্বারে বাংলাদেশি রোগীদের চিকিৎসা দেওয়া হবে না বলে ঘোষণা আসছে। প্রথমে কলকাতার জে এন রায় হাসপাতাল এবং পরে ত্রিপুরার আগরতলার আইএলএস হাসপাতাল এ ঘোষণা দেয়।

এদিকে বাংলাদেশি রোগীদের চিকিৎসাসেবা দেওয়া বন্ধের বিষয়টিকে সমর্থন করেনি পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিল (ডব্লিউবিএমসি)। সংগঠনটির সভাপতি সুদীপ্ত রায় বলেছেন, তারা রোগীদের মধ্যে কোনো বৈষম্য করেন না। সবার চিকিৎসা করবেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Gif final ezgif.com optimize