৯০ বাংলাদেশিকে আটকের দাবি ভারতীয় পুলিশের

Indian police claim to have arrested 90 bangladeshis

ভারতের উত্তর প্রদেশ রাজ্যের মথুরা জেলা থেকে ৯০ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে দেশটির পুলিশ। পুলিশ জানায়, তারা দীর্ঘদিন ধরে সেখানে অবৈধভাবে বসবাস করছিল।

মথুরা জেলার নৌঝিল থানার খাজপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৩৫ জন পুরুষ, ২৭ জন নারী ও ২৮ জন শিশু রয়েছে। প্রাথমিকভাবে তাদের বাংলাদেশি নাগরিক হিসেবে শনাক্ত করা হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, আটককৃতরা জানিয়েছে যে তারা ৩-৪ মাস আগে মথুরায় এসেছে এবং এর আগে অন্য রাজ্যে থাকত। বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখার জন্য অন্যান্য গোয়েন্দা সংস্থাকেও জানানো হয়েছে।

উত্তর প্রদেশ সরকার অবৈধ অভিবাসীদের শনাক্ত করে ফেরত পাঠাতে অভিযান চালাচ্ছে। রাজ্যজুড়ে অবৈধ অভিবাসীদের শনাক্ত করতে তল্লাশি ও নথি যাচাইয়ের প্রক্রিয়া জোরদার করা হয়েছে। ভারত-নেপাল সীমান্তে থাকা অবৈধ স্থাপনাও সরানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, বাংলাদেশ সরকার জানিয়েছে, ভারতীয় কর্তৃপক্ষ কর্তৃক বাংলাদেশিদের পুশইন করার অভিযোগ তারা উসকানি হিসেবে দেখছেন না। বিষয়টি নিয়ে ভারতীয় রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা হয়েছে এবং জোর করে ফেরত না পাঠিয়ে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে পাঠানোর অনুুরোধ করা হয়েছে। বাংলাদেশে অবস্থানরত ভারতীয় নাগরিকদের ক্ষেত্রেও একই নিয়ম অনুসরণ করা হচ্ছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city web post