‘আপনাদের বিশ্বাস করতে কষ্ট হবে, কিন্তু পাকিস্তানিরা আসলেই মেধাবী’

You may find it hard to believe, but pakistanis are really talentedjpg (1)

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, পাকিস্তানের অনেকের সঙ্গে তার ভালো সম্পর্ক রয়েছে। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের তেমন বাণিজ্য না থাকলেও, দেশটিতে প্রচুর সম্ভাবনা রয়েছে।

ট্রাম্প বলেন, পাকিস্তানিরা মেধাবী এবং অসাধারণ সব পণ্য তৈরি করে। তিনি আরও বলেন, সেখানে অনেকের সঙ্গে তার ভালো সম্পর্ক রয়েছে, যা অনেকের কাছে অবিশ্বাস্য মনে হতে পারে।

তিনি জানান, পাকিস্তান ও ভারতের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় তিনি ভূমিকা রেখেছেন এবং একটি সম্ভাব্য পারমাণবিক যুদ্ধ থামিয়েছেন।

ট্রাম্প তার টিমকে পাকিস্তানের সঙ্গে দ্রুত বাণিজ্য শুরু করার নির্দেশ দিয়েছেন।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city web post