মালদ্বীপে গুরুতর অসুস্থ প্রবাসী বাংলাদেশি মো. আব্দুল মালেক খানকে দেশে ফেরার জন্য হাইকমিশনের পক্ষ থেকে একটি বিমান টিকেট দেওয়া হয়েছে। হাইকমিশনের কল্যাণ সহকারী আল মামুন পাঠান এসময় উপস্থিত ছিলেন।
গতকাল বুধবার মালদ্বীপের বাংলাদেশ দূতাবাসের কার্যালয়ে ভারপ্রাপ্ত হাইকমিশনার মোঃ সোহেল পারভেজ তাকে টিকেট হস্তান্তর করেন এবং তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। যক্ষায় আক্রান্ত মো. আব্দুল মালেক খান গত এক মাস ধরে মালদ্বীপের রাজধানী মালের আইজিএম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য দেশে যাওয়ার পরামর্শ দিয়েছেন।
মো. আব্দুল মালেক খান রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার মাতলাখালী গ্রামের মো. ইয়াসিন খানের ছেলে। ২০১৯ সালে তিনি জীবিকার তাগিদে মালদ্বীপে গেলেও কয়েক বছর পর অবৈধ হয়ে পড়েন। আগামী শুক্রবারে তিনি বাংলাদেশে যাবেন।