রমজানে ১ ঘণ্টা আগে ছুটি পাবেন কর্মীরা: আসন্ন পবিত্র রমজান মাসে মুসলমান কর্মকর্তা-কর্মচারীরা এক ঘণ্টা আগে ছুটি পাবেন। এ সংক্রান্ত নির্দেশনাও ইতোমধ্যেই জারি করেছে তেলেঙ্গানা সরকার।
এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বিজেপি। কেন হিন্দুদের উৎসবের সময় এই ধরনের সুবিধা দেওয়া হয় না, সেই প্রশ্নও তুলেছে কট্টর হিন্দুত্ববাদী এই দলটি।
ভারতীয় সংবাদমাধ্যম বলছে, তেলেঙ্গানা সরকার পবিত্র রমজান মাসে মুসলিম কর্মচারীদের এক ঘণ্টা আগে অফিস ছেড়ে যাওয়ার অনুমতি দিয়ে একটি সার্কুলার জারি করেছে। আর এই পদক্ষেপের নিন্দা করেছে বিরোধী দল বিজেপি।
আরও পড়ুন
একইসঙ্গে কট্টর হিন্দুত্ববাদী এই দলটি আসন্ন রমজান মাসকে সামনে রেখে নেওয়া এই পদক্ষেপটিকে ‘তুষ্টির রাজনীতি’ হিসাবে অভিহিত করেছে। তবে ক্ষমতাসীন দল বলেছে, রাজ্যে এই ধরনের পদক্ষেপ নতুন কিছু নয়।
সরকারি ওই বিজ্ঞপ্তি অনুসারে, শিক্ষক, চুক্তিভিত্তিক ও আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগকৃত কর্মী, বোর্ড, কর্পোরেশন এবং সরকারি সেক্টরের কর্মচারীসহ সমস্ত মুসলিম কর্মচারীদের পবিত্র রমজান মাস চলাকালীন ২ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বিবেল ৪ টায় অফিস ত্যাগ করার অনুমতি দেওয়া হয়েছে। সেই অনুমতি তারা পেয়ে যাবেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে।
তবে তেলেঙ্গানার বিরোধী দল বিজেপির মঙ্গলবার অভিযোগ তুলেছে, রাজ্যের কংগ্রেস সরকারের মুখ্যমন্ত্রী রেবন্ত ভোটব্যাংকের লক্ষ্যে মুসলিম তোষণের রাজনীতি শুরু করেছেন। দলের আইটি সেলের সর্বভারতীয় নেতা অমিত মালব্যের প্রশ্ন— নবরাত্রির উপবাসের সময় হিন্দু কর্মচারীরা কেন আগে ছুটি পান না?