সর্বশেষ

রোবটের পর এবার বিমান বানিয়ে তাক লাগাল অনুকূল

After robots, anukul now builds airplanes and puts them on display

দিনাজপুরের খানসামা উপজেলার তরুণ অনুকূল রায় নিজ হাতে তৈরি করেছেন একটি বিমান। মাত্র ১৬ বছর বয়সেই তার উদ্ভাবনী ক্ষমতার দৃষ্টান্ত হয়ে উঠেছে এ বিমান, যার নাম দিয়েছেন তিনি ‘দ্য রয়েল স্কাই-১১০’।

গতকাল রোববার (৩১ আগস্ট) বিকেলে প্রথমবারের মতো আকাশে ওড়ে অনুকূলের তৈরি এই বিমান। গ্রামবাসী শিশু-কিশোর থেকে শুরু করে প্রবীণরা বিমোহিত হয়ে দেখেছেন এ দৃশ্য। বিমান সফলভাবে আকাশে উড়তে দেখে এলাকাজুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।

অনুকূল জানান, বিমানটি বানাতে তার দুই বছরেরও বেশি সময় লেগেছে। নানা বাধা-বিপত্তি পেরিয়ে শেষ পর্যন্ত এ স্বপ্ন পূরণ করতে সক্ষম হন তিনি। এর আগে ২০২৩ সালে তিনি একটি রোবট তৈরি করেছিলেন। এসএসসি পাস করা এই তরুণের আশা, সরকারি বা বেসরকারি সংস্থার সহায়তা পেলে তিনি আরও বড় প্রকল্প হাতে নিতে পারবেন।

স্থানীয় শিক্ষক পরাণ চন্দ্র রায় বলেন, অনুকূলের মতো মেধাবী তরুণরা দেশের ভবিষ্যতের আলোকবর্তিকা। তার এ অর্জন শুধু পরিবার নয়, পুরো উপজেলা তথা জেলার গর্বের বিষয়। গ্রামবাসীরাও মনে করছেন, অনুকূলের এই সাফল্য গোটা এলাকার সুনাম বাড়িয়ে দিয়েছে।

ভেড়ভেড়ী ইউনিয়নের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম বাবুল জানিয়েছেন, এ সাফল্যের বিষয়ে তিনি অবগত হয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে আলোচনা করে অনুকূলের জন্য সহযোগিতার উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup