ভারতের ভোপালে একটি কারখানার ভেতর থেকে প্রায় ১৮০০ কোটি রুপির মাদক জব্দ করা হয়েছে। রবিবার (৬ অক্টোবর) দেশটির মাদক নিয়ন্ত্রক সংস্থা (এনসিবি) ও গুজরাট পুলিশের সন্ত্রাসদমন শাখার (এটিএস) যৌথ অভিযানে এই অভিযান পরিচালনা করা হয়। এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম এনটিভি নিউজ এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, এ ঘটনায় অমিত চতুর্বেদী ও সেনাল বানে নামে দু’জনকে আটক করা হয়। কারখানার আড়ালে মাদক তৈরি করে পাচার করা হচ্ছিল।
পুলিশ জানিয়েছে, কারখানায় প্রতিদিন ২৫ কেজি মেফেড্রোন উৎপাদনের প্রমাণ পাওয়া গেছে। অভিযানে মোট ৯০৭ কেজি মেফেড্রোন এবং ৫ হাজার কেজি মাদক তৈরির সরঞ্জাম জব্দ করা হয়।
এর আগে, ৪ অক্টোবর, দিল্লিতে মাদক চোরাচালানের অভিযোগে আটক হয়েছিলেন জিতেন্দ্র পাল সিংহ। তার দেওয়া তথ্যের ভিত্তিতেই ভোপালের কারখানায় মাদকের খোঁজ পাওয়া যায়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post