ভারতের নিরাপত্তা ক্ষুণ্ন করে এমন কোনো কাজ মালদ্বীপ কখনও করবে না এবং নয়াদিল্লিকে সবসময় মূল্যবান অংশীদার এবং বন্ধু হিসাবে মনে করে মালে। রোববার ( ৬ অক্টোবর) ভারতে প্রথম দ্বিপক্ষীয় সফরে এসে এসব কথা বলেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। এছাড়া তিনি ভারতীয় পর্যটকদের তার দেশে আমন্ত্রণ জানান।
সোমবার (৭ অক্টোবর) এক প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, মুইজ্জুকে কেউ কেউ একজন ‘চীনপন্থী’ নেতা হিসাবে মনে করেন এবং তিনি ‘ইন্ডিয়া আউট’ প্ল্যাটফর্মে তার নির্বাচনী প্রচারণা চালিয়েছিলেন।
মালদ্বীপের জাতীয় ইংরেজি দৈনিক ‘ডেইলি মালদ্বীভস’কে সাক্ষাৎকারে মুইজ্জ বলেছেন, ভারতের সঙ্গে মালদ্বীপের সম্পর্ক ‘সম্মান এবং পারস্পারিক স্বার্থের ওপর নির্মিত’। ভারত তার দেশের অন্যতম বৃহৎ বাণিজ্য ও উন্নয়ন সহযোগী
রোববার ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং নরেন্দ্র মোদি আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান মোহাম্মদ মুইজ্জুকে। তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর পর মুইজ্জু মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানাতে রাজঘাটের উদ্দেশ্যে রওনা হন। এরপর তিনি হায়দরাবাদ হাউসে প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা করেন।
#WATCH | Delhi: Prime Minister Narendra Modi receives Maldives President Mohamed Muizzu at Hyderabad House. The two leaders are holding a meeting here.
(Video: DD News) pic.twitter.com/P3oE9MVRay
— ANI (@ANI) October 7, 2024
রোববার টাইমস অফ ইন্ডিয়াকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, মালদ্বীপ ভারতের নিরাপত্তাকে ক্ষুণ্ন করার জন্য কখনই কিছু করবে না। আমরা যখন বিভিন্ন ক্ষেত্রে অন্যান্য দেশের সঙ্গে সহযোগিতা বাড়াচ্ছি, তখন আমরা আমাদের অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার সঙ্গে আপস না করে তা নিশ্চিত করে এমন কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।
মুইজ্জ চীনের নাম উল্লেখ না করে বিভিন্ন আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে প্রবৃদ্ধি ও উন্নয়নকে তরান্বিত করার বিষয়ে তার প্রশাসনের উদ্যোগের কথাও তুলে ধরেন। তিনি তার ‘মালদ্বীপ ফার্স্ট’ নীতির কথা তুলে ধরে বলেন, আন্তর্জাতিক সম্পর্কের বৈচিত্র্য আনা এবং যেকোনো একটি দেশের ওপর অতিরিক্ত নির্ভরতা কমানো মালদ্বীপের জন্য প্রয়োজন। তবে তিনি নিশ্চিত করেন যে, এই ধরনের উদ্যোগ ভারতের স্বার্থকে ক্ষুণ্ন করবে না।
‘আমাদের প্রতিবেশী এবং বন্ধুদের প্রতি শ্রদ্ধা আমাদের ডিএনএর মধ্যে আছে।’ বলেন মুইজ্জু।
তিনি ভারতীয় পর্যটকদের তার দেশে আসার আহ্বান জানান। বলেন, ভারতীয়রা তাদের পর্যটনে ইতিবাচক অবদান রাখে। ভারতীয় পর্যটকদের স্বাগত জানাই।
পর্যটন মালদ্বীপের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খাত; যা বছর ভারতের সঙ্গে কূটনৈতিক বিবাদে হুমকির মুখে পড়েছিল।
এটি ভারতে মুইজ্জুর প্রথম দ্বিপাক্ষিক সফর। বছর এক মাস দীর্ঘ কূটনৈতিক অচলাবস্থার পরে এবারের সফর এবং তার মন্তব্যের মধ্য দিয়ে দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রতিফলিত হয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post