ওমানের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য দেশটির সকল চেক পয়েন্ট আবার সক্রিয় করা হচ্ছে। আজ এক বিবৃতিতে দেশটির রয়্যাল ওমান পুলিশ (আরওপি) জানিয়েছে, চলমান লকডাউন আইন বাস্তবায়নে ওমানের সকল নিরাপত্তা চৌকি আবার সক্রিয় করা হয়েছে।
ওমান টিভিকে দেওয়া এক সাক্ষাতকারে আরওপির মেজর মোহাম্মদ আল হাসামি বলেন, “লকডাউন চলাকালীন মানুষের চলাচল নিয়ন্ত্রণে আমরা সকল প্রদেশের নিরাপত্তা চৌকি আরো জোরদার করার সিদ্ধান্ত নিয়েছি। আজ থেকে আগামী ৮ এপ্রিল নাগাদ রাত ৮ টা থেকে ৫টা পর্যন্ত দেশের সকল নিরাপত্তা চৌকি সক্রিয় থাকবে।”
এ সময় যানবাহন ও কর্মীদের সঠিকভাবে লকডাউনের নিয়ম মেনে চলার নির্দেশ দিয়ে ওমানের সকল বাণিজ্যিক প্রতিষ্ঠানের মালিকদের উদ্দেশ্যে আল হাসামি বলেন, কোনো ব্যক্তি লকডাউনের নিয়ম না মানলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিবে সুপ্রিম কমিটি। এছাড়াও যে সকল যাত্রীরা বিমানবন্দর থেকে বাড়ি বা বাড়ি থেকে বিমানবন্দর যাচ্ছেন তাদের অবশ্যই ভ্রমণের টিকিট সাথে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে ওমানের করোনার সর্বশেষ পরিস্থিতি নিয়ে আজ জরুরী বৈঠক করেছে ওমানের স্বাস্থ্য মন্ত্রণালয়। বৈঠকে ওমানের আইসিইউতে করোনা রোগীর সংখ্যা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন স্বাস্থ্যমন্ত্রী ডাঃ আহমেদ মোহাম্মদ আল সাইদী। এ সময় তিনি ওমানের সবাইকে নিয়মিত হাত ধোয়া, মাস্ক পরিধান করা এবং শারীরিক দূরত্ব বজায় রাখা সহ সুপ্রিম কমিটির সকল স্বাস্থ্যবিধি মেনে চলতে নাগরিক এবং প্রবাসীদের অনুরোধ জানান।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post