ফোনে স্ত্রীর সঙ্গে কথা বলা শেষ হতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন প্রবাসী ইব্রাহীম মিয়া (৪২)। বাংলাদেশি সময় বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে ওই প্রবাসীর মৃত্যুর খবর পান তার পরিবার।
ইব্রাহিম মিয়া কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরফরাদী ইউনিয়নের চরতেরটেকীয়া পশ্চিমপাড়া গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি সৌদি আরবের রিয়াদে প্রবাস জীবনযাপন করছিলেন।
চরফরাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মান্নান বলেন, ইব্রাহিমের স্ত্রী ও তিন বছরের এক ছেলে সন্তান রয়েছে। তার মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ইব্রাহিমের বন্ধু সোহেল রানা জানান, দীর্ঘদিন ধরে সৌদি আরবে থাকত ইব্রাহীম। প্রায় এক বছর আগে ছুটিতে দেশে এসেছিল।
বুধবার বিকেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। এ সময় দেশে থাকা স্ত্রীর কাছে ফোন দেয়। ফোনে কথা শেষ হওয়ার মিনিট দুয়েকের মধ্যেই মারা যায় সে। সেখানে থাকা লোকজন ইব্রাহিম মারা যাওয়ার বিষয়টি পরিবারকে জানিয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post