ইউক্রেনকে ৩৭৫ মিলিয়ন ডলার সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিংকেন বুধবার (২৫ সেপ্টেম্বর) এ তথ্য জানান।
তিনি বলেন, এই প্যাকেজে নির্ভুল রকেট লঞ্চার, ক্লাস্টার যুদ্ধাস্ত্র এবং হালকা কৌশলগত যান অন্তর্ভুক্ত রয়েছে।
ওয়াশিংটন থেকে এএফপি জানায়, ব্লিঙ্কেন এক বিবৃতিতে বলেছেন, “যুক্তরাষ্ট্র রাশিয়ার নৃশংস আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনের প্রতিরক্ষার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। ওয়াশিংটন যত দ্রুত সম্ভব এই নতুন সহায়তা প্রদান করবে।”
ব্লিংকেন তার বিবৃতিতে কিয়েভের প্রতি ওয়াশিংটনের সমর্থন পুনর্ব্যক্ত করে বলেন, “মার্কিন যুক্তরাষ্ট্র ও আমরা যে আন্তর্জাতিক জোট গঠন করেছি তারা সবসময় ইউক্রেনের পাশে দাঁড়াবে।”
প্যাকেজটিতে এইচআইএমএআরএস, ক্লাস্টার এবং আর্টিলারি যুদ্ধাস্ত্র, আর্টিলারি সাঁজোয়া ও হালকা যান, ছোট অস্ত্র ও জ্যাভলিন এবং টিওডব্লিউ ক্ষেপণাস্ত্রের মতো “আর্মার-বিরোধী” অস্ত্রের পাশাপাশি এটি-৪ অ্যান্টি-ট্যাংক রকেটের জন্য গোলাবারুদ ও সহায়তা’ অন্তর্ভুক্ত রয়েছে।
এর আগে প্রেসিডেন্ট জো বাইডেন ২০২২ সালে ফেব্রুয়ারিতে ইউক্রেনকে প্রায় ১৭৫ বিলিয়ন ডলার সহায়তা দিয়েছে।
এছাড়াও সর্বশেষ প্যাকেেেজ খুচরা যন্ত্রাংশ, আনুষঙ্গিক সরঞ্জাম, পরিষেবা, প্রশিক্ষণ এবং পরিবহন’ অন্তর্ভুক্ত রয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post