বিমান বাংলাদেশ এয়ারলাইনস এর দুর্নীতি এবং অনিয়ম বন্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বাংলাদেশ বিমানের নবনিযুক্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবু সালেহ মোস্তফা কামাল।
রাজধানীর কুর্মিটোলায় বিমানের সদর দপ্তর বলাকা ভবনে সোমবার (১ মার্চ) আয়োজিত সংবাদ সম্মেলনে বিমানের নতুন সিইও বলেন, সবাইকে নিয়ে একসঙ্গে সুন্দরভাবে কাজ করতে চাই, তবে যদি কখনো দেখি কোনো অঙ্গে ক্যানসার হয়েছে, সেই অঙ্গ ফেলে দিলে বাকি অঙ্গগুলো ঠিকমতো কাজ করবে, সেক্ষেত্রে আক্রান্ত অঙ্গ ফেলে দিতে কুণ্ঠাবোধ করব না।
বিমানে শুদ্ধি অভিযান প্রসঙ্গে তিনি বলেন, নির্মোহ থেকে বাংলাদেশ বিমানকে পরিচালনা করা হবে। কারো জন্য প্রতিষ্ঠানের ক্ষতি হলে ছাড় দেওয়া হবে না। পরিবেশ পরিস্থিতির কারণে অনেক সময় বিমানের ফ্লাইট দেরিতে ছাড়ে স্বীকার করে মোস্তফা কামাল বলেন, ফ্লাইট শিডিউল ঠিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। উদাহরণ দিয়ে তিনি বলেন, বিমানের এমডি চেক ইন করছেন, সে সময় যদি অপেক্ষা না করে শিডিউল ঠিক রাখতে যথাসময়ে বিমান ছাড়ে সেটাই হবে আমার স্বার্থকতা।
আরো পড়ুনঃ
ওমানে নতুন পর্নোগ্রাফি আইন
ওমান রুটে বিমানের এ কি হাল!
সহজে ই-পাসপোর্ট করবেন যেভাবে
প্রবাসীরা রেমিট্যান্সযোদ্ধা নাকি দেশের বোঝা!
পাসপোর্ট নিয়ে চরম ভোগান্তিতে ওমান প্রবাসীরা
জনসনের তৈরি করোনা ভ্যাকসিন এক ডোজই যথেষ্ট
আগে মধ্যপ্রাচ্য থেকে প্রবাসী বাংলাদেশিদের মরদেহ বিমান বিনামূল্যে বহন করত। বর্তমানে বিনামূল্যে মরদেহ বহন বন্ধ আছে। আপনি এটা চালু করবেন কি না সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে এমডি বলেন, ‘এটা ক্রস কাটিং একটা ইস্যু এবং আন্তঃমন্ত্রণালয়ের ইস্যু। এখানে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সম্পৃক্ত। যেহেতু এটা আন্তঃমন্ত্রণালয়ের ব্যাপার তাই তাৎক্ষণিক সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার নেই। তবে এবিষয়গুলো আমাদের আলোচনায় আছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post