নিত্যপণ্যের দাম কমাতে এরইমধ্যে শুল্ক প্রত্যাহারসহ নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে উল্লেখ করে বাজার ও নিত্যপণ্যের সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
শনিবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ম্যানেজমেন্টে (বিআইজিএম) সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এর আগে সেখানে বিআইজিএম কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশ নেন সালেহউদ্দিন আহমেদ।
অর্থ ও বাণিজ্য উপদেষ্টা বলেন, সিন্ডিকেটের কারসাজি বন্ধে পদক্ষেপ নেয়া হচ্ছে। তবে একবারে তাদের দৌরাত্ম্য কমবে না। আস্তে আস্তে তাদের দমন করা হবে। এ ক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন।
অন্তর্বর্তী সরকার নিত্যপ্রয়োজনীয় বেশ কিছু পণ্যের শুল্ক প্রত্যাহার করলেও বাজারে তার খুব একটা প্রভাব দেখা যাচ্ছে না, সাংবাদিকদের এ-সংক্রান্ত প্রশ্নের জবাবে সালেহউদ্দিন আহমেদ বলেন, বাজারে নিত্যপণ্যের দাম মানুষের সহনশীল পর্যায়ে আনার ব্যাপারে বর্তমান সরকার এরইমধ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। আলুর শুল্ক হ্রাস করা হয়েছে। পেঁয়াজের শুল্ক প্রত্যাহার করা হয়েছে। এর প্রভাব বাজারে পড়বে।
তিনি বলেন, ‘আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বাজার মনিটরিংয়ে রাখার নির্দেশ দিয়েছি। তারা নিয়মিত বাজার মনিটরিং করছে। চাঁদাবাজি প্রতিরোধে ব্যবস্থা নেয়া হয়েছে। এগুলোর প্রভাব এরইমধ্যে বাজারে পড়তে শুরু করেছে।
বাণিজ্য উপদেষ্টা বলেন বলেন, দাম যে একেবারে কমেনি তা কিন্তু বলা যাবে না। পাশাপাশি যারা পণ্য উৎপাদন করে তারা যেন ন্যায্যমূল্যটা পায় আমাদের সেটাও দেখতে হবে। কমানোর সময় দেখতে হবে তারা যেন ক্ষতিগ্রস্ত না হয়। তবে উৎপাদক থেকে ভোক্তা পর্যায়ের মধ্যে বিভিন্ন হাতবদলের কারণে দামের যে পার্থক্য তৈরি হয় তা যেন কমিয়ে আনা যায় আমরা সে বিষয়টির ব্যাপারে গুরুত্ব দিচ্ছি। আমরা ভোক্তা অধিকার কর্তৃপক্ষকে এ বিষয়ে নির্দেশনা দিয়েছি। শক্ত হাতে এসব পদক্ষেপ বাস্তবায়ন করব।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post