ওমানের বিভিন্ন শপিং মল, দোকান, রেস্তোরা ও ক্যাফেতে করোনা সতর্কতামূলক পদক্ষেপ অনুসরণ করার আহ্বান জানিয়েছে দেশটির বাণিজ্য শিল্প ও বিনিয়োগ প্রচার মন্ত্রণালয়। করোনা সর্তকতা গ্রহণ করে গ্রাহকদের কেনাকাটা করার জন্য আহ্বান জানানো হয়। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে বাণিজ্য মন্ত্রণালয় এই নির্দেশনা জারি করেছে।
রবিবার (২১-ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের জারী করা বিবৃতিতে বলা হয়েছে, এখন থেকে ওমানের শপিং মল, দোকান বা রেস্তোঁরায় গ্রাহকদের প্রবেশ পথ জীবাণুমুক্ত রাখতে হবে। বাধ্যতামূলক মাস্ক পরতে হবে। সামাজিক দূরত্ব মেনে (২ মিটার দুরুত্ব) চলা এবং সকল জায়গায় জীবাণুমুক্ত রাখতে হবে। সেইসাথে ভোক্তাদের করোনা সর্তকতা মেনে চলার জন্য আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।
এ ছারাও স্বাস্থ্য সুরক্ষায় দেশটির সুপ্রিম কমিটি যে সকল স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য নির্দেশ দিয়েছে তা সঠিকভাবে মেনে চলতে হবে। দেশটির সকল শপিং মল সন্ধ্যা ৭ টা থেকে সর্বোচ্চ রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে, রাত ১০টার মধ্যে দোকানপাট বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেইসাথে পূর্বের মতো শপিং মল, রেস্তোরাগুলোতে ভিড় না করে অনলাইনে কেনাকাটা করার জন্য সবাইকে বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে।
আরো পড়ুনঃ
কৃত্রিম চাঁদ বানাচ্ছে সৌদি আরব
সহজে ই-পাসপোর্ট করবেন যেভাবে
বাইডেন প্রশাসনের চাপে ‘কোণঠাসা’ সালমান
ওমানের ৭৪ টি পেশার ভিসা ফি ২০০১ রিয়াল নির্ধারণ
প্রতারণা নিয়ে ওমানের কেন্দ্রীয় ব্যাংকের সতর্কতা জারী
মন্ত্রণালয় আরো উল্লেখ করেছে, সারা বিশ্বে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর অনলাইনের মাধ্যমে কেনাকাটার হার বেড়ে গিয়েছে। তাই দেশের যারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করার সুযোগ রয়েছে তাদের শপিং মল বা রেস্তোঁরায় না আসার জন্য অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়। মন্ত্রণালয় বাণিজ্যিক কেন্দ্র এবং রেস্তোরাগুলির মালিকদের জানিয়েছে যে, হোম ডেলিভারি সেবার ক্ষেত্রে কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা এবং গ্রাহকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post