টাঙ্গাইলের ঘাটাইলে চোরকে দেখে ফেলায় এক নারীকে গলা কেটে পালিয়ে গিয়েছে চোর। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়। উপজেলার মাইন উদ্দিনের পুত্রবধূ কোহিনূর বেগম (৩৫) নামে এক নারীর গলা কেটে পালিয়ে যায় চোর । আহত ওই নারী কুয়েত প্রবাসী শামসুল হকের স্ত্রী।
শুক্রবার (৩০ আগস্ট) রাতে উপজেলার সাগরদীঘি ইউপির কামালপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, রাত ৩টার দিকে চোর বিদ্যুৎ সংযোগ কেটে দিয়ে ঘরের পেছন দিকে সিঁদ কেটে ঘরে প্রবেশ করে। এ সময় চিল্লাচিল্লির আওয়াজ পেয়ে দৌড়ে এসে দেখেন নারীর গলা থেকে রক্ত ঝড়ছে। পরে গলায় ওড়না পেঁচিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
স্থানীয় মো. ইব্রাহিম খলিল ও আবুল হোসেন জানান, হত্যার উদ্দেশ্যেই গলা কাটা হয়েছিল। হয়তো চোরকে চিনে ফেলায় এমন ঘটনা ঘটানো হয়েছে। এ ঘটনায় চুরি আতঙ্কে সময় পার করছেন গ্রামের বাসিন্দারা।
ওই নারীর শ্বশুর মাইন উদ্দিন জানান, রাতে শব্দ পেয়ে বাইরে বের হয়ে দেখি পুত্রবধূর গলায় ধারালো ছুরির আঘাত। চোর ঘরের পেছনে সিঁদ কেটে প্রবেশ করেছে। তারা নিরাপত্তাহীনতায় রয়েছেন বলেন জানান তিনি।
সাগরদীঘি পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক ভিক্টর ব্যানার্জী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন। এ ঘটনায় গুরুত্বর আহত নারীকে টাঙ্গাইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post