ব্যস্ততম রাস্তা! হঠাৎ-ই ধস নামায় গর্তের মধ্যে ঢুকে পড়ে একটি গাড়ি। তখন গাড়ির ভেতর ছিলেন দু’জন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন দু’জন।
ঘটনাটি ঘটেছে দক্ষিণ কোরিয়ার পশ্চিম সোলের সিওডেমান জেলায়। গাড়ি গর্তে ঢুকার সাথে সাথেই পথচারীরা দ্রুত সেখানে গিয়ে তাদের উদ্ধার করেন। এরপর হাসপাতালে ভর্তি করানো হয় তাদের। এক প্রতিবেদনে স্কাই নিউজ এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, গাড়িতে এক দম্পতি ছিলেন। বৃহস্পতিবার তারা সোলের রাস্তা ধরে যাচ্ছিলেন। আচমকাই রাস্তার মাঝে ধস নামার কারণে বড় গর্ত সৃষ্টি হয়। দ্রুতগতিতে ছুটে আসা ওই গাড়িটি গর্তের মধ্যে পড়ে উল্টে যায়।
উল্লেখ্য, দক্ষিণ কোরিয়ায় ২০১৯ সাল থেকে ২০২৩ সালের মধ্যে, মোট ৮৭৯টি ‘সিঙ্কহোল’র ঘটনা ঘটেছে। পৃথক পৃথক ঘটনায় অনেকেই আহত হয়েছেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post