সংযুক্ত আরব আমিরাতে মোহাম্মদ বিন রাশিদ সেন্টার ফর ইসলামিক কালচার জানিয়েছে, এ বছর সংযুক্ত আরব আমিরাতে বিভিন্ন দেশের ৩ হাজারেরও বেশি অমুসলিম নাগরিক ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।
সংস্থাটির তথ্যমতে, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ৩ হাজারেরও বেশি অমুসলিম ইসলামের পতাকাতলে শামিল হয়েছেন। সংযুক্ত আরব আমিরাতের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিস বিভাগ (আইএসিএডি) পরিচালিত এই সেন্টারটি বিভিন্ন ধর্মের মানুষের কাছে ইসলামের ইতিহাস, ইসলামি জ্ঞান ও ইসলামের পরিচিতি তুলে ধরে।
ইসলামিক অ্যাফেয়ার্স সেন্টারের নির্বাহী পরিচালক ড. ওমর মোহাম্মদ আল খতিব বলেন,
৩ হাজারেরও বেশি লোক ইসলাম গ্রহণ করেছেন; যেটা ইসলামের বার্তা বোঝা এবং ইসলামের সহনশীলতার জন্যই অর্জিত হয়েছে। এ সংখ্যা শুধু পরিসংখ্যান নয়; তারা তাদের জীবনে অর্থপূর্ণ পরিবর্তন এনে শান্তি ও ভালোবাসার মূল্যবোধকে গ্রহণ করেছে।
তিনি আরও বলেন,
মোহাম্মদ বিন রশিদ সেন্টার ফর ইসলামিক কালচারে আমরা নতুন ইসলামে দীক্ষিতদের ব্যাপক শিক্ষামূলক প্রোগ্রাম করছি- যাতে তারা ইসলাম সম্পর্কে গভীর উপলব্ধি লাভ করে।
বিশ্বব্যাপী মুসলমানদের ওপর জুলুম-নির্যাতন হওয়া সত্ত্বেও প্রতিনিয়ত পবিত্র ধর্ম ইসলাম গ্রহণ করছেন মানুষ। দিন দিন বেড়েই চলছে মুসলিম জনসংখ্যা। মুসলিম জনসংখ্যা বৃদ্ধির এ হার বাড়তে থাকলে আগামী ৩৫-৪০ বছরেই বিশ্বের মোট জনসংখ্যার ৭০ ভাগই হবে মুসলিম। নরওয়ের ভারডেনস গ্যাংয়ের বরাতে আনাদোলু এজেন্সি এ প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post