ওমানে বিচার বিভাগকে ডিজিটাল সিস্টেমে রূপান্তরিত করা এবং ব্যবসায়িক পরিবেশকে সহজী করণের লক্ষ্যে ১০ টি নতুন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এক বিবৃতিতে ওমানের বিচার বিভাগের প্রশাসনিক বিষয়ক কাউন্সিলের চেয়ারম্যান ও জুডিশিয়াল কাউন্সিলের উপ-চেয়ারম্যান খলিফা বিন সাইদ আল বুসাইদী এই বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নতুন এই উদ্যোগ ওমানের ভিশন ২০৪০-এর সাথে সামঞ্জস্যপূর্ণ। যার প্রধান লক্ষ্য দেশের আইন ও বিচার বিভাগকে অগ্রাধিকার দেওয়া এবং ওমানি বিচার ব্যবস্থাকে বিশ্বব্যাপী পরিচিত করা।
আরো পড়ুনঃ
ওমানের সুরে চাকরীর সুযোগ
ওমানে মাত্র ৯৯ রিয়ালে কোয়ারেন্টাইন প্যাকেজ!
ওমানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশী নিহ’ত
ওমানে সম্পূর্ণ চালু অবস্থায় বিক্রি হবে একটি সুপার মার্কেট
মরুভূমিতে পথ হারিয়ে এক পরিবারের ৮ জনের মর্মান্তিক মৃত্যু
মিথ্যা সংবাদ প্রকাশকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিবে ওমান
তিনি আরও বলেন, নতুন এই উদ্যোগগুলি দেশের বিচারিক ব্যবস্থাকে ডিজিটাল রূপান্তর করতে সাহায্য করবে। ডিজিটাল পরিষেবাদির মধ্যে একটি বিচারিক প্ল্যাটফর্ম, নেটওয়ার্ক অবকাঠামো, তথ্য সুরক্ষা, ডিজিটাল নোটারি সিস্টেম, শ্রম মামলার জন্য একটি ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠাসহ বিচার বিভাগের সাথে সম্পর্কিত আইন উন্নয়ন ও সমন্বয় সাধন করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।
নতুন এই পরিকল্পনা বাস্তবায়ন হলে দেশটিতে শ্রমিকদের অধিকার লঙ্ঘনের পরিমাণ কমে আসবে এবং শ্রমিকদের অধিকার বাস্তবায়নে ব্যাপক ভূমিকা পালন করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post