ওমানে অমানুষিক নির্যাতনে বাংলাদেশি কর্মী খালেদা বেগমের মানসিক ভারসাম্য হারানোর ঘটনায় দেশটিতে বাংলাদেশ দূতাবাস ও লেবার কাউন্সিলরকে তদন্তের নির্দেশ দিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন।
সম্প্রতি জাতীয় মানবাধিকার কমিশন এ নির্দেশ দিয়েছে বলে খবর প্রকাশ করেছে দেশের একটি শীর্ষস্থানীয় গণমাধ্যম।
একইসঙ্গে অভিযুক্ত রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল ও আইনের আওতায় আনা, ভিকটিমের চিকিৎসা ও ক্ষতিপূরণ নিশ্চিত করা এবং বিএমইটির অনিয়ম তদন্ত করতে প্রবাসী মন্ত্রণালয়কে আদেশ দেয় কমিশন।
গত বছরের সেপ্টেম্বরে ওমান পাড়ি দেয়া এই নারী এখন মানসিক ভারসাম্যহীন। দেশে ফেরার পর তাকে নিয়ে প্রবাস টাইমেও সংবাদ প্রচারিত হয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post