মহামারী করোনার নতুন সংক্রমণ রোধে ওমান সুপ্রিম কমিটি নতুন নির্দেশনা জারী করেছে। বুধবার (১০-ফেব্রুয়ারি) সুপ্রিম কমিটির এক জরুরী বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বলা হয়েছে, এখন থেকে ওমানে আগত সকলকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন বাধ্যতামূলক।
হোম কোয়ারেন্টাইনের নিয়ম বাতিল করে সকলের জন্য বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক আইন জারী করা হয়েছে। সেইসাথে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের খরচ নিজেদের বহন করতে হবে বলেও উল্লেখ করা হয়।
এদিকে ওমানে আগামী এক সপ্তাহের মধ্যে ওমানে করোনাভাইরাসের নতুন স্ট্রেনে আক্রান্ত সন্দেহভাজন ২০০ জন রোগীর নমুনা পরীক্ষার ফলাফল জানা যাবে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের এপিডেমিওলজিকাল বিভাগের পরিচালক ডা. আদেল আল-ওয়াহাইবি ওমান টিভিতে দেওয়া এক সাক্ষাতকারে বলেন, “করোনাভাইরাসের নতুন স্ট্রেনে আক্রান্ত ২০০ জন সন্দেহভাজন রোগীর নমুনা নেওয়া হয়েছে। আশা করা যাচ্ছে আগামী সপ্তাহের মধ্যেই তাদের ফলাফল হাতে পাওয়া যাবে।”
আল ওয়াহাইবি আরও জানান, “করোনায় আক্রান্ত রোগীদের মতোই নতুন স্ট্রেনের সংক্রমিত রোগীদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাদের নমুনা নেওয়া হয়েছে। নমুনার ফলাফল হাতে পেলেই জানা যাবো তারা করোনার নতুন স্ট্রেনে আক্রান্ত কিনা।”
সাম্প্রতিক সময়ে, ওমানে করোনায় সংক্রান্ত নতুন রোগীর সংখ্যা ক্রমাগত বাড়ছে। তবে ডঃ আল ওয়াহাইবি জানিয়েছেন যে, ‘‘বর্তমানে দেশটির তরুণ নাগরিকদের সংক্রমণের সংখ্যা বাড়েনি। হাসপাতালে করোনা রোগী ভর্তির সংখ্যা ক্রমাগত বেড়ে যাওয়া অবশ্যই উদ্বেগ সৃষ্টি করেছে। তবে সকলে সঠিকভাবে স্বাস্থ্যবিধি মেনে চললে সংক্রমণের হার কমে আসবে।”
আরো পড়ুনঃ
কাতারে ফের চোখ রাঙাচ্ছে করোনা
নাযুক অবস্থায় ওমানের বাংলাদেশ স্কুল মাস্কাট
ওমানে আক্রান্ত উদ্বেগ ও ভীতি সৃষ্টি করছে: স্বাস্থ্যমন্ত্রী
মুসল্লিদের জুতা সাজিয়ে রেখেই প্রশান্তি পান এক অমুসলিম!
ওমানে সম্পূর্ণ চালু অবস্থায় বিক্রি হবে একটি সুপার মার্কেট
হস্তান্তরের আগেই প্রধানমন্ত্রীর দেওয়া ঘরে ফাটল
আল ওয়াহাইবি দেশে করোনা ভ্যাকসিন টিকা দেওয়ার বিষয়ে জানিয়েছেন যে, ‘‘দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই বছর প্রথমার্ধে ২০ শতাংশ জনগণকে টিকা দেওয়ার লক্ষ্য কাজ করে যাচ্ছে।
আশা করা যাচ্ছে এই বছরের মাঝামাঝির মধ্যে আমরা আমাদের লক্ষ্যে উপনীত হতে পারবো। আমরা এখনও টিকাদান কর্মসূচির প্রথম পর্যায়ে রয়েছি। এখন পর্যন্ত দেশে ফাইজার বায়োনটেক ভ্যাকসিন প্রদান করা হয়েছে ২ হাজার ৪৪১ জনকে। আমরা ৫০ হাজার নাগরিককে টিকা প্রদান করতে পারবো বলে আশা করছি।”
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post