ওমানে দিনদিন বাড়ছে শ্রমিকদের অধিকার লঙ্ঘনের অভিযোগ। দেশটির জেনারেল ফেডারেশন অফ ওমান ওয়ার্কার্স (জিএফওডাব্লিউ) গত পাঁচ দিনের ব্যবধানে শ্রমিকদের অধিকার লঙ্ঘনের পাঁচটি অভিযোগ গ্রহণ করেছে।
রবিবার (৭-ফেব্রুয়ারি) জিএফওডাব্লিউ এক বিবৃতিতে জানিয়েছে, “চলতি বছরের ৩১ জানুয়ারি থেকে ৪ফেব্রুয়ারি পর্যন্ত ওমানের বিভিন্ন এলাকায় শ্রমিকদের অধিকার লঙ্ঘনের অভিযোগগুলো গ্রহণ করা হয়।
ফেডারেশন জানিয়েছে, প্রতিবেদনের বেশিরভাগেই অভিযোগ তাদের মজুরি কেটে নেওয়া, কর্মীদের বকেয়া ছুটিতে যেতে বাধ্য করা, বার্ষিক ছুটি গণনা না করা, চাকরী থেকে ছাটাই করা ইত্যাদি।
গত বছর থেকে এখন পর্যন্ত জেনারেল ফেডারেশন মোট ৪৪১ টি অভিযোগ গ্রহণ করেছে। যার মধ্যে গত বছর গ্রহণ করেছে ৪২৭ টি এবং চলতি বছরের গ্রহণ করেছে ১৪ টি।
ওমানে তিন প্রবাসী মাদক পাচারকারী গ্রেফতার
ওমানে মাদক পাচারের অভিযোগে তিন প্রবাসীকে আটক করেছে দেশটির রয়্যাল ওমান পুলিশ (আরওপি)। রবিবার (৭-ফেব্রুয়ারি) এক বিবৃতিতে আরওপি জানিয়েছে, “আটককৃত মাদক পাচারকারীরা আন্তর্জাতিক মাদক পাচারকারী চক্রের সদস্য। তাদের থেকে ৪১ হাজার ২৮২ কেজি মাদক দ্রব্য জব্দ করে পুলিশ। তবে তিন পাচারকারী কোন দেশের নাগরিক তা জানায়নি আরওপি।
আরো পড়ুনঃ ওমানের নতুন ভিসা ফি’র বিস্তারিত তথ্য
এদিকে অপর এক ঘটনায় ওমানের দক্ষিণ আল বাতিনা গভর্নর থেকে চুরির অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা মানুষের বাড়ি থেকে ব্যক্তিগত জিনিসপত্র এবং ইলেকট্রনিক ডিভাইস চুরি করতো। এ ছাড়া গাড়ি থেকেও জিনিসপত্র চুরি করতো বলে জানিয়েছে পুলিশ। বর্তমানে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে আরওপি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post