চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ডাকা সরকার পদত্যাগের এক দফা দাবিতে প্রভাব পড়েছে ঢাকার নিম্ন আদালতে। নিরাপত্তার কারণে রোববার (৪ আগস্ট) ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার ও কাশিমপুর কারাগার থেকে কোনও আসামিকে আদালতে আনা হয়নি।
এ বিষয়ে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানার ইনচার্জ সাদিক ও ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানার ইনচার্জ মুরাদ হোসেন বলেন, আজ কাশিমপুর কারাগার থেকে ঢাকার আদালতে আসামি বহনকারী কোনও প্রিজন ভ্যান আসেনি। ঢাকার কেরানীগঞ্জ থেকেও কোন হাজতি আসামি আদালতে হাজির করেনি কারা কর্তৃপক্ষ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post