ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হতে পারে। সোমবার (২৯ জুলাই) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত ১৪ দলের সভায় এমন ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় উপস্থিত একাধিক নেতা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ১৪ দলের একজন শীর্ষ নেতা বলেন, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিবিপ্রধান হারুনের ওপর খুবই বিরক্ত। তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
জানা গেছে, ১৪ দলের সভায় ঢাকা মহানগর ডিবি পুলিশের নানা কর্মকাণ্ড নিয়ে বিরক্তি প্রকাশ করেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। যাকে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া এবং পরবর্তীতে আবার সে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার সমালোচনা করে তিনি বলেন, যে সব বিষয় রাজনৈতিক, সেগুলো রাজনৈতিকভাবেই সমাধান করতে হবে। কেন ডিবি এসবের মধ্যে জড়াবে?
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমার কাছেও এ ধরনের নানা খবর এসেছে। তার কর্মকাণ্ডের জন্য নানা সমালোচনা তৈরি হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রীর বিষয়টি দেখা উচিত ছিল। কিন্তু এখন আমাকেই এ বিষয়ে হস্তক্ষেপ করতে হচ্ছে। আমি তাকে (হারুন) সরিয়ে দিতে বলব।
গতকালের ১৪ দলের সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এছাড়া আরও উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, বাসদের আহ্বায়ক রেজাউর রশীদ খান, গণতন্ত্রী পার্টির সভাপতি শাহাদাত হোসেন প্রমুখ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post