পূর্ব শত্রুতার জেরে কুমিল্লা লালমাই উপজেলার বাহরাইন প্রবাসী মোহাম্মদ জামাল লিটনের গ্রামের বাড়িতে পরিকল্পিতভাবে সন্ত্রাসীরা বাড়িঘর ভাঙচুর, দুই লাখ টাকা ও স্বর্ণের গহনাসহ ১২ লাখ টাকার মালামাল নিয়ে যায়। এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করে জাতীয় শ্রমিক লীগ বাহরাইন শাখা।
শনিবার বাহরাইনের রিফা শহরের করাছি রেস্টুরেন্টে জাতীয় শ্রমিক লীগ বাহরাইন শাখার সভাপতি আজাদুর রহমান আজাদের সভাপতিত্বে এবং নুরুল ইসলাম ও রিয়াজুল আকরামের যৌথ পরিচালনায় এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ বাহরাইন শাখার সাধারণ সম্পাদক এম এ হাশেম।
বিশেষ অতিথি ছিলেন ফুলতলী ইসলামী সোসাইটির সভাপতি রসিদ আহমেদ চৌধুরী, কামাল হোসেন, সাব্বির আহমেদ, মাহতাব, সোহেল, ফারুক, জাফর শেখ, উপদেষ্টা শাহিন আহমেদ, আনোয়ার, মিজান রিয়াদ, নুরে আলম সহ অনেকে।
জানা যায়, ১০ মে রাতে পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে সন্ত্রাসী ও ডাকাত দলের সংঘবদ্ধচক্র বাড়িঘর ভাঙচুর করে দুই লাখ টাকা ও স্বর্ণের গহনা সহ ১২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
ডাকাত দলের সদস্যদের নাম জানানোর পরও পুলিশ এখনও তাদেরকে গ্রেপ্তার করতে পারেনি। এসময় পরিবার ও সন্তানেরা আতঙ্কে দিন কাটাচ্ছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী মোহাম্মদ জামাল লিটন।
এসময় বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগ বাহরাইন শাখার নেতারা এই ব্যাপারে সঠিক তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
এসময় ভুক্তভোগী মোহাম্মদ জামাল লিটন, মাননীয় প্রধানমন্ত্রী, আইজিপি মহোদয়ের হস্তক্ষেপ কামনা এবং কুমিল্লার পুলিশ সুপার, লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা, লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে, এই ব্যাপারে সঠিক তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post