শৌচাগারের ওপর দিয়ে এক নারীর গোসলের ভিডিও ধারণের অভিযোগে শাহ আলম নামে এক পুলিশ সদস্যকে হাতেনাতে আটক করছে এলাকাবাসী। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। শনিবার (৬ জুলাই) বিকালে গাইবান্ধা সদর পৌরসভার দক্ষিণ ধানগড়া এলাকায় ঘটনাটি ঘটেছে।
আটক শাহ আলম লালমনিরহাট জেলার বানভাসা গ্রামের মৃত জয়নুল হকের ছেলে। তিনি গাইবান্ধা পুলিশ লাইনে কর্মরত আছেন বলে জানা গেছে। শনিবার রাত সোয়া ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, শাহ আলম ধানগড়া এলাকার একটি বাড়ির শৌচাগারে নারীর গোসলের দৃশ্য মোবাইল ফোনে ধারণ করছিলেন। এ সময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে শাহ আলমকে আটক করে রাখেন। পরে তারা ঘটনাটি পুলিশকে জানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।
তিনি বলেন, ‘আটক শাহ আলমকে ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর আগেও তিনি কয়েকবার ওই বাড়িতে যাওয়ার কথা জানিয়েছেন। তবে এখনও ভুক্তভোগীর পরিবারের কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ঘটনাটি তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
স্থানীয়রা জানান, একজন অপরিচিত লোক রাস্তার পাশের বাড়ির ছাদ ছাড়া বাথরুমের ওপর হাত উঁচিয়ে মোবাইলে ভিডিও ধারণ করছিলেন। এ সময় কয়েকজন চিৎকার দিলে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে স্থানীয় লোকজন সবাই মিলে তাকে আটক করে পুলিশে খবর দেয়। একজন পুলিশ সদস্যের এমন ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post