ব্রিটেনের সাধারণ নির্বাচনে জয় পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত চারজন নারী। তারা হলেন, টিউলিপ রেজওয়ানা সিদ্দিক রুশনারা আলী, রুপা হক এবং আফসানা বেগম।
আজ ৫ জুলাই শুক্রবার সকালে ব্রিটিশ পার্লামেন্টের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত ফলে বাংলাদেশি বংশোদ্ভূত এই চারজন নারীকে বিজয়ীদের তালিকায় দেখা গেছে।
টিউলিপ রেজওয়ানা সিদ্দিক
যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে টানা চতুর্থবারের মতো জিতেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি ও শেখ রেহানার মেয়ে টিউলিপ রেজওয়ানা সিদ্দিক। মোট ২৩ হাজার ৪৩২ ভোট পেয়ে যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে লেবার পার্টির এমপি হিসেবে জয় লাভ করেছেন টিউলিপ সিদ্দিক। লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেট আসন থেকে লেবার পার্টির হয়ে লড়েছেন তিনি।
রুশনারা আলী
ব্রিটেনের সাধারণ নির্বাচনে টানা পঞ্চমবারের মতো জিতেছেন বাংলাদেশি বংশোদ্ভূত রুশনারা আলী। লেবার পার্টি থেকে তিনি মোট ভোট পেয়েছেন ১৫ হাজার ৮৯৭টি। বর্তমানে এমপি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং আবার মনোনয়ন পেয়েছেন- এমন চারজনের একজন হলেন রুশনারা আলী। রুশনারা আলীর জন্ম বাংলাদেশের সিলেটের বিশ্বনাথ উপজেলার ভুরকি গ্রামে।
আপসানা বেগম
ব্রিটেনের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী আপসানা বেগম পপলার অ্যান্ড লাইম হাউস আসন থেকে দ্বিতীয়বারের মতো জয়ী হয়েছেন। প্রতিপক্ষকে ১২ হাজার ভোটের ব্যবধানে হারিয়ে এই আসনটিতে নির্বাচিত হয়েছেন তিনি। আপসানার নিকটতম প্রতিদ্বন্দী গ্রীন পার্টির নাটালি পেয়েছেন ৫৯৭৫ ভোট। আপসানার সাবেক স্বামী এবং বাংলাদেশি বংশোদ্ভূত আরেক প্রার্থী এহতেশামুল হক ৪৫৫৪ ভোট পেয়েছেন।
রুপা আশা হক
টানা তৃতীয়বারের মতো লেবার পার্টি থেকে পশ্চিম লন্ডনের ইলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাকটন আসনে পুনর্নির্বাচিত হয়েছেন বাংলাদেশি নারী রুপা আশা হক। তিন মোট গণনাকৃত ভোটের ৪৬ দশমিক ৮ শতাংশ পেয়েছেন। লেবার পার্টির মনোনয়নে ২০১৫ সালে প্রথমবারের মতো এমপি নির্বাচিত হন রুপা আশা হক।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post