ওমান, আমিরাত, সৌদিসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর তাপমাত্রা অসহনীয় পর্যায়ে পৌঁছে গেছে। এরইমধ্যে কর্মীদের জন্য মধ্যাহ্নবিরতির বাধ্যবাধকতা আরোপ করেছে কর্তৃপক্ষ। এদিকে সংযুক্ত আরব আমিরাতে সারাদেশের মসজিদের ইমামদেরকে ১০ মিনিটে জুমার খুতবা ও নামাজ শেষ করার নির্দেশনা জানিয়েছে দেশটির প্রশাসন।
খালিজ টাইমসের প্রতিবেদনে জানা যায়, তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করায় এ নির্দেশনা দিয়েছে প্রশাসন। এই নির্দেশনা গত শুক্রবারই বাস্তবায়িত হয়েছে। চলবে এ বছরের অক্টোবর পর্যন্ত। একই কারণে গত সপ্তাহে পবিত্র দুই নগরী মক্কা ও মদিনার মসজিদে ১৫ মিনিটে জুমার খুতবা ও নামাজ শেষ করার নির্দেশনা দেয় সৌদি কর্তৃপক্ষ।
এ নির্দেশনাকে স্বাগত জানিয়ে প্রবাসীরা জানান, জুমায় অনেককে বাইরে উত্তপ্ত সূর্যের নিচে নামাজ পড়তে হয়। তাই যারা মসজিদের ভেতর জায়গা পায় না তাদের জন্য এ সংক্ষিপ্তকরণ বেশ উপকারী হবে। আরব আমিরাতে গত কয়েকদিন ধরে ৪৮ থেকে ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সবশেষ তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছলে প্রশাসন থেকে এ নির্দেশনা জারি করা হয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post