উত্তর ইরাকের মসুল শহরের ঐতিহাসিক আল-নুরি মসজিদের ভেতরে লুকানো পাঁচটি বড় বোমা আবিষ্কার করা হয়েছে। গতকাল শনিবার (২৯ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।
বারো শতকে নির্মিত এই মসজিদটি হেলানো মিনারের জন্য বিখ্যাত।
ইউনেস্কো জানিয়েছে, গত মঙ্গলবার মসজিদের নামাজ ঘরের দক্ষিণ দেয়ালের ভেতরে এই পাঁচটি বোমা পাওয়া গেছে। বড় ধরনের ক্ষয়ক্ষতির উদ্দেশ্যে এসব বোমা রাখা হয়েছিল।
সংস্থাটি বলছে, বোমা দেখামাত্র ইরাকি কর্তৃপক্ষকে অবিলম্বে অবহিত করা হয়েছে। এরপর তারা এসে এলাকাটি সুরক্ষিত করেন। পরিস্থিতি এখন পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। একটি বোমা নিষ্ক্রিয় করে অপসারণ করা হয়েছে। বাকি চারটি পরস্পরের সঙ্গে সংযুক্ত এবং আগামী কয়েক দিনের ভেতরে এগুলো নিষ্ক্রিয় করা হবে।
এদিকে ইউনেস্কোকে আল-নুরি মসজিদের সব পুনর্গঠন কার্যক্রম বন্ধ এবং বোমা নিষ্ক্রিয় না করা পর্যন্ত পুরো ভবন খালি করার অনুরোধ করেছে ইরাকি কর্তৃপক্ষ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post