নাটোরের লালপুরে শিউলি বেগম (২৩) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৯ জুন) সকালে উপজেলার কামারহাটি তেনাচোরা গ্রামে নিজবাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
শিউলি একই এলাকার দুবাই প্রবাসী সোহানুর রহমানের স্ত্রী। গত ৩ দিন ধরে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি তার ঘরে ছিল বলে জানিয়েছেন প্রতিবেশিরা।
পুলিশের ধারণা, ওই ব্যক্তির সঙ্গে শিউলির বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। এবং পরে তাকে শ্বাসরোধ করে হত্যার পর পালিয়ে যায়।
স্থানীয়রা জানান, শিউলির বাড়িতে তিন দিন ধরে অজ্ঞাত এক ব্যক্তি তার মামা পরিচয়ে ছিলেন। শনিবার সকালে তার শয়নকক্ষে হাত মোড়ানো অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। অজ্ঞাত ওই মামার কোনো হদিস নেই।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ জানান, নিহত শিউলি ও তার মেয়ে ওই বাড়িতে থাকতেন। তিন দিন ধরে অজ্ঞাত ব্যক্তি শিউলির বাড়িতে ছিল।
ওই ব্যক্তির সঙ্গে তার বিবাহ বহির্ভূত সম্পর্ক থাকতে পারে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত ব্যক্তি তাকে শ্বাসরোধ করে হত্যা করতে পারে।
মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অজ্ঞাত ব্যক্তিকে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post