মুসলিম হয়েও হিন্দু নাম এবং ভারতীয় জাল পাসপোর্ট ব্যবহার করে কুয়েতে কাজ করার ঘটনায় এক বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। ওই যুবক ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত কাতারে শ্রমিক হিসেবে কাজ করেছেন।
চলতি বছরে ফের গুজরাটের সুরাটে ফিরে আসেন। মূলত ভুয়া প্রশংসাপত্র দেখিয়ে হিন্দু নাম ব্যবহারের অভিযোগেই তাকে গ্রেপ্তার করে গুজরাটের সুরাট পুলিশ।
এসময় তাঁর কাছ থেকে ভারতীয় পাসপোর্ট, আধার কার্ড, মাদ্রাসার সার্টিফিকেট, কাতারের রেসিডেন্সি পারমিট এবং বাংলাদেশের নথি উদ্ধার হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে সরগরম গুজরাট রাজ্যের রাজনীতি।
রোববার এ বিষয়ে জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন খোদ গুজরাটের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হর্ষ সাংভি। সেই পোস্টকে উদ্ধৃত করে পশ্চিমবঙ্গের বালুরঘাটের সংসদ সদস্য এবং কেন্দ্রীয় শিক্ষা ও উত্তর–পূর্ব বিষয়ক প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন।
পোস্টে গুজরাটের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হর্ষ সাংভি দাবি করেন, পশ্চিমবঙ্গ সরকারের সহায়তায় চলা একটি মাদ্রাসার সাহায্য নিয়ে ওই যুবক ধর্মীয় পরিচয় জাল করেন।
মাদ্রাসা থেকে পাওয়া জাল প্রশংসাপত্র ব্যবহার করেই হিন্দু নামে জাল নথিপত্র বানিয়েছিলেন তিনি। গুজরাটের সুরাট পুলিশ জানিয়েছে, অভিযুক্ত যুবক আসল নাম মিনার হেমায়েত সরদার।
তিনি ২০২০ সালে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেন। ভারতের পশ্চিমবঙ্গে আসার পর নিজের মুসলিম পরিচয় লুকিয়ে তাঁর নাম দেন শুভ দাস।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post