বিশ্বের সর্বোচ্চ নির্ভুল ও নির্ভরযোগ্য গবেষণা প্রতিষ্ঠান হেনলি ও পার্টনার্স পাসপোর্ট সূচকে ওমানের পাসপোর্টের স্থান ৬২তম স্থান অর্জন করেছে। ফলে ওমানের পাসপোর্টধারী নাগরিকরা বিশ্বের ৮০ দেশে ভিসা-মুক্ত ভ্রমণ করতে পারবেন।
এই ৮০টি দেশের মধ্যে রয়েছে এশিয়ার ২০টি দেশ, ইউরোপের ৬টি দেশ, আফ্রিকার ২১ টি দেশ, ওশিয়ান দেশগুলোর মধ্যে ৮ টি, ক্যারিবিয়ার ৭টি দেশ, যুক্তরাষ্ট্রের ৪ টি ও মধ্য প্রাচ্যের ১৪ টি দেশ। এই বছরের র্যাঙ্কিংটি গত দশ বছরে ওমানের সর্বোচ্চ বলে উল্লেখ করা হয়েছে। ওমান পাসপোর্টের সূচকে গত তিন বছরে যথাক্রমে ৬৮,৬৭ ও ৬৪তম স্থান অর্জন করেছিলো।
নির্ভুল সূচক তৈরিতে প্রতিষ্ঠানটি আইএটিএ ডেটা বিশ্লেষণ, ইন-হাউস গবেষণা, বিশেষজ্ঞের মতামত এবং সাড়া বছর নিয়মিত আপডেটের ভিত্তিতে তৈরি করা হয়। যেকারনে র্যাঙ্কিং হেনলি অ্যান্ড পার্টনার্স পাসপোর্ট ইনডেক্স বিশ্বের সবচেয়ে শক্তিশালী, বিশ্বাসযোগ্য এবং নির্ভরযোগ্য সূচক।
এই বছর জাপান সূচকে প্রথম স্থান ধরে রেখেছে। জাপানের পাসপোর্টধারীরা ভিসা-মুক্ত ১৯১ টি দেশে যেতে পারেন। তবে টানা তৃতীয়বারের মতো জাপানের পর দ্বিতীয় স্থান ধরে রেখেছে সিঙ্গাপুর।
এশিয়া প্যাসিফিক (এপ্যাক) অঞ্চলের দেশগুলি সূচকের আধিপত্য বিস্তার করেছে। ১৯০ টি দেশে ভিসা-মুক্ত ভ্রমণের সুযোগ রয়েছে সিঙ্গাপুরের। দক্ষিণ কোরিয়া ও জার্মানি যৌথভাবে রয়েছে তৃতীয় স্থানে। এছাড়াও নিউজিল্যান্ড রয়েছে ৭ম ও অস্ট্রেলিয়া রয়েছে ৮ম স্থানে।
আরো পড়ুনঃ ওমানের কিংবদন্তি সুলতান কাবুস
গত বছর সংযুক্ত আরব আমিরাত তুলনামূলক কয়েকটি হাই-প্রোফাইল ভিসা চুক্তি করেছিলো। যে কারণে হেনলি পাসপোর্ট সূচকে তার উল্লেখযোগ্য উর্ধ্বমুখী অব্যাহত রেখেছে। দেশটি গত বছর ইসরায়েলের সাথে আনুষ্ঠানিক সম্পর্ক স্থাপন এবং প্রতিটি দেশের নাগরিককে ভিসা মুক্ত প্রবেশাধিকার প্রদানের একটি যুগান্তকারী চুক্তিসহ ভিসা-ছাড়ের চুক্তিতে স্বাক্ষর করেছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post