ওমানে চরম দুর্ভোগ ডেকে আনছে তাপপ্রবাহ। দেশটির হামরা আদ দুরু এলাকায় এলাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সর্বোচ্চ ৪৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
এছাড়া সোহার, ইব্রি এবং সুনায়নায় তাপমাত্রা ছিলো ৪৯ ডিগ্রির কাছাকাছি। হিটস্ট্রোকসহ সম্ভাব্য স্বাস্থ্য ঝুঁকি এড়াতে ইতোমধ্যে প্রবাসী ও নাগরিকদের জন্য সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অফিস।
এদিকে, চলমান তাপপ্রবাহে শ্রমিকদের স্বার্থ সুরক্ষার স্বার্থে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে ওমান সরকার। দেশটির শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, এখন থেকে কড়া রোদ বা ভরদুপুরে ‘নির্মাণ কাঠামো এবং খোলা স্থানে’ শ্রমিকদের দিয়ে কাজ করানো সম্পূর্ণ নিষিদ্ধ। এই আইনের ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্ট কোম্পানি ও প্রতিষ্ঠানকে কমপক্ষে ৫০০ রিয়াল জরিমানা করা হবে।
তথ্য অনুযায়ী, জুন থেকে শুরু হয়ে আগামী আগস্ট পর্যন্ত দুপুর সাড়ে ১২ টা থেকে বিকাল সাড়ে ৩ টা পর্যন্ত কড়া রোদের মধ্যে কোনো কাজকর্ম করা যাবেনা।
ওমানে দিনকে দিন যখন দিনের তাপমাত্রা বাড়ছে তখন শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা বিবেচনায় নতুন এই পদক্ষেপ নেওয়া হলো। নতুন এই পদক্ষেপের নাম দেওয়া হয়েছে মিড ডে ওয়ার্ক স্টপেজ পলিসি। পরবর্তী ৩ মাস এই আইন কার্যকর থাকবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post