ওমান ও লেবাননে সাধারণ ক্ষমার আওতায় নিবন্ধিত প্রবাসীদের দেশে ফিরতে স্বল্পমূল্যে বিমান বাংলাদেশের বিশেষ ফ্লাইটের ব্যবস্থার দাবী জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিদের শীর্ষ সংগঠন এনআরবি সিআইপি এসোসিয়েশন।
করোনাকালে প্রবাসীদের নানা সমস্যা নিরসনে সরকারের সহযোগিতা কামনা করেন সংগঠনের নেতারা। এছাড়াও তারা ওয়েজ আর্নাস বন্ডের বিনিয়োগের ঊর্ধ্বসীমা এক কোটি টাকা নির্ধারণের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানান।
রবিবার বাংলাদেশ জাতীয় সংসদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবং সাবেক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের কাছে এই আবেদন জানান নেতারা।
এ সময় সংগঠনটির সাংগঠনিক সম্পাদক ওমান প্রবাসী মোহাম্মদ ইয়াছিন চৌধুরী সিআইপির নেতৃত্বে প্রতিনিধি দলের নেতৃবৃন্দ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে প্রবাসীর মরদেহ বিনামূল্যে বহন সুবিধা পুনরায় চালুর দাবি জানান।
আরো পড়ুনঃ ওমান প্রবাসীদের উদ্দেশ্যে বিমানের জরুরী বিজ্ঞপ্তি
প্রবাসীদের মরদেহ বিনামূল্যে দেশে আনতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সুবিধা পুনরায় চালুর চেষ্টা করবে সংসদীয় কমিটি বলে জানান ব্যারিস্টার আনিসুল ইসলাম। তিনি বলেন, ‘মানবিক বিবেচনায় অসহায় প্রবাসীদের জন্য এ সুযোগ অব্যাহত রাখা জরুরি বলে আমরা মনে করি।’
উদ্ভূত সমস্যাগুলো নিয়ে প্রবাসীদের মধ্যে চাপা ক্ষোভ, অভিমান, হতাশা বিরাজ করছে বলেও জানান নেতারা। যা প্রবাসীদের কল্যাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের নেওয়া যুগান্তকারী অনেক উদ্যোগও ম্লান করে দিচ্ছে। তাই বিশেষ বিবেচনায় এসব বিষয়ে জরুরিভিত্তিতে ব্যবস্থা নিয়ে রেমিটেন্সযোদ্ধো প্রবাসীদের সকল হতাশা দূর করার ব্যাপারে সরকারের সুদৃষ্টি কামনা করেন নেতারা।
আরো পড়ুনঃ খুব সহজেই পর্তুগালে সপরিবারে স্থায়ী বসবাসের সুযোগ!
বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রাখতে প্রবাসীদের অবদানের কথা উল্লেখ করে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেন, দেশের উন্নয়নে সবচেয়ে বেশি ভূমিকা রাখছে প্রবাসীদের পাঠানো বৈদেশিক মুদ্রা বা রেমিটেন্স।
বর্তমানে করোনাভাইরাস মহামারির চলমান সংকটের মধ্যেও প্রবাসীদের আয়ের ধারা অব্যাহত আছে। যা সত্যিকার অর্থে অবিশ্বাস্য। কাজেই তাদের এসব সমস্যা নিরসনে সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো উদ্যোগী হবেন বলে আমার বিশ্বাস।’
আরো পড়ুনঃ বৈধভাবে কানাডা যাবেন যেভাবে
বৈঠকে এনআরবি সিআইপি এসোসিয়েশনের সহসভাপতি সেলিম উদ্দিন, অর্থ সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফুর রহমান, দপ্তর সম্পাদক জসীম উদ্দিন এবং সদস্য তৌহিদুল আলম ছাড়াও কাতারের বাংলাদেশ কমিউনিটির (বিসিকিউ) সদস্য নুর মোহাম্মদ, চট্টগ্রাম সমিতির ওমানের অর্থ সম্পাদক নাসির মাহমুদ, উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জরুল আলম উপস্থিত ছিলেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post