করোনা মহামারী দ্বিতীয় তরঙ্গ ভয়াবহ আকার ধারণ করায় বাংলাদেশসহ সব দেশের সঙ্গে বিমান চলাচল বন্ধ করে দিয়েছে সৌদি আরব, ওমান ও কুয়েত। এ অবস্থায় সোমবার থেকে এক সপ্তাহের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তাদের সব ফ্লাইট স্থগিত করেছে। এতে জেদ্দা, রিয়াদ ও দাম্মাম, ও মাস্কাটগামী ফ্লাইটগুলো সাত দিন বন্ধ থাকছে।
আগাম নোটিশ ছাড়া হঠাৎ ফ্লাইট বন্ধ করে দেয়ায় বিপাকে পড়েছেন শত শত প্রবাসীরা। সোমবার এ কারণে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং ওমানের মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দরে এসে আটকা পড়েন অসংখ্য প্রবাসী।
ফ্লাইট না থাকায় দিনভর তাদের বিমানবন্দরে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হয়েছে মহিলা ও শিশু যাত্রীদের। যাত্রীদের পাশাপাশি তাদের বিদায় জানাতে আসা শত শত আত্মীয়স্বজনকেও বিমানবন্দরের সামনে উদ্বিগ্ন সময় কাটাতে দেখা গেছে।
এদিকে ওমান থেকে আউটপাশ নিয়ে দেশে ফিরতে ইচ্ছুক প্রবাসীরা এই মুহূর্তে সীমাহীন দুর্ভোগে রয়েছেন। অনেকেই ৩মাসের বেতনের টাকা দিয়ে টিকিট করেও দেশে আসতে পারেননি।
আবার অনেকেই দেশ থেকে টাকা নিয়ে টিকিট করেও এয়ারপোর্টে এসে ফেরত যেতে হয়েছে। এরমধ্যে আবার অনেকেই স্থায়ীভাবে ওমান ত্যাগ করে দেশে চলে আসবেন বলে সবকিছু বিক্রি করে ফ্লাইটের জন্য এয়ারপোর্টে এসেও ফেরত যেতে হয়েছে। আবার অনেক প্রবাসী ১২০০ কিমি দূর থেকে এয়ারপোর্টে এসেও ফেরত গেছেন গতকাল।
আরো পড়ুনঃ ফের বন্ধ হতে পারে দেশের সব আন্তর্জাতিক ফ্লাইট
এদিকে ফ্লাইট চালু হলে এখন যেতে পারছেন না এইসব যাত্রীদের আগে পাঠানো হবে বলে জানিয়েছেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক মোকাব্বির হোসেন। একই সঙ্গে যেসব প্রবাসী সৌদি আরব এবং ওমান থেকে ফিরতে পারেননি তাদের আগে ফ্লাইট দেয়া হবে।
সৌদি রুটে এক সপ্তাহের জন্য ২১টি ফ্লাইট বাতিল করেছে। এই ২১টি ফ্লাইটে বাংলাদেশ থেকে ৫ হাজার ১শ’ এবং সৌদি আরব থেকে ৬ হাজার যাত্রীর টিকিট ছিল বলে জানাগেছে সূত্রে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post