গত মঙ্গলবার (১৪ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে আল-আকসা মসজিদ চত্বরের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওটির সত্যতা কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা নিশ্চিত করেছে।
ভিডিওটিতে দেখা যাচ্ছে, উগ্রবাদী এক ইহুদি তার কোর্টের পকেট থেকে ইসরায়েলের একটি পতাকা বের করে সেটি মেলে ধরে। তবে ইসরায়েলি পুলিশ ওই ব্যক্তিকে সেখান থেকে না সরিয়ে খুবই শান্তভাবে কথা বলে। এরপর ওই ব্যক্তি নিজেই পতাকাটি আবার পকেটে রেখে দেয়।
গেল কয়েক মাস ধরে আল-আকসা চত্বরে ইহুদিবাদী ইসরায়েলিরা ঢুকে পড়ছে। যদিও আইন অনুযায়ী, আল-আকসার কোনো স্থানেই ইহুদিরা প্রবেশ করতে পারবে না। কিন্তু কিছু উগ্রবাদী ইহুদি ইসরায়েলিরা এই আইন ভঙ্গ করছে। ইহুদিরা চত্বরে প্রবেশ করায় সেখানে উত্তেজনার সৃষ্টি হচ্ছে।
An extremist Israeli settler raises the flag of the Israeli occupation entity and chants their so-called "national anthem" while storming the courtyards of Al-Aqsa Mosque this morning. pic.twitter.com/4ezc7gdDd0
— PALESTINE ONLINE ???????? (@OnlinePalEng) May 14, 2024
এদিকে, গত বছরের ৭ অক্টোবর থেকে আল-আকসা মসজিদে জুমার নামাজ পড়তে মুসল্লিদের বাধা দিচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী।
বিশেষ করে তরুণদের মসজিদটিতে প্রবেশ করতে দিচ্ছে না তারা। তাই বাধ্য হয়ে ওল্ড সিটির বিভিন্ন রাস্তায় নামাজ আদায় করতে হচ্ছে মুসল্লিদের।
এমনকি গত কয়েক বছরে এমনও ঘটনা দেখা গেছে ইসরায়েলি পুলিশ মূল মসজিদে প্রবেশ করে নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়েছে।
উল্লেখ্য, ইসলামে পবিত্র মক্কা ও মদিনার পর জেরুজালেমের আল-আকসা মসজিদটি সবচেয়ে পবিত্রতম স্থান। মসজিদটিতে শুধুমাত্র মুসল্লিদের ইবাদত করার অধিকার থাকলেও সেটি কেড়ে নিতে চায় দখলদার ইহুদিবাদী ইসরায়েলিরা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post