অনলাইন সিডিউল ব্যতিত ওমান প্রবাসীদের ই-পাসপোর্ট আবেদনপত্র জমা না নেওয়ার ঘোষণা দিয়েছে মাস্কাটের বাংলাদেশ দূতাবাস।
চলতি মাস থেকে ই-পাসপোর্ট আবেদনপত্র জমা ও এনরোলমেন্ট কার্যক্রম অনলাইন সিডিউল অনুযায়ী পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোববার বাংলাদেশ দূতাবাসের পাসপোর্ট ও ভিসা উইংয়ের কাউন্সেলর রওশন আরা পলি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। যদিও কনস্যুলার ট্যুরের ই-পাসপোর্ট আবেদন এ আদেশের আওতা বহির্ভূত থাকবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৯ মে থেকে বাংলাদেশ দূতাবাস, মাস্কাটে ই-পাসপোর্ট আবেদনপত্র জমা ও এনরোলমেন্ট কার্যক্রম অনলাইন সিডিউল অনুযায়ী চলবে।
অর্থাৎ ই-পাসপোর্ট আবেদন পত্র অনলাইনে পুরণের সময় এনরোলমেন্টের জন্য স্বয়ংক্রিয়ভাবে যে তারিখ প্রদান করা হয়, সে তারিখ অনুযায়ী দূতাবাসে আবেদনপত্র জমা ও এনরোলমেন্ট কার্যক্রম সম্পন্ন করা হবে।
তাই ই-পাসপোর্ট আবেদনকারীদের সেই তারিখ অনুযায়ী দূতাবাসে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়।
দূতাবাসের এই বিজ্ঞপ্তি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন প্রবাসীরা। অনেকের দাবি, এই বিষয়ে প্রবাসীরা এখনো সচেতন নয়।
যদি অনলাইন সিডিউল ছাড়া জমা না নেয় তাহলে অনেকেই ভোগান্তিতে পড়বে, বিশেষ করে যারা দূর থেকে আসবে তারা বিষয়টি না জানার কারণে বিপাকে পড়তে পারেন।
তাই ভিড় কমাতে নতুন সিদ্ধান্ত থেকে সরে এসে শুধুমাত্র পাসপোর্ট এর জন্য আলাদা অফিসের দাবি জানিয়েছেন তারা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post