চলতি বছরের শেষের দিকে নতুন ভিসা পুরোপুরি কার্যকর করার পরিকল্পনা গ্রহণ করেছে ওমানসহ জিসিসির ৬ দেশ। যে ভিসার সুবিধা নিতে পারবেন স্থানীয় নাগরিক, প্রবাসী এবং বিদেশি পর্যটকেরা।
অর্থাৎ এই ভিসা নেওয়ার পরে জিসিসিভুক্ত ৬ দেশে নির্বিঘ্ন চলাচল করা যাবে কোনো রকমের ভোগান্তি ছাড়াই। নতুন এই ভিসা প্রজেক্টের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং শারজাহ ট্যুরিজম অথরিটির চেয়ারম্যান খালিদ আল মিদফাহ বলেন, আশা করা হচ্ছে চলতি বছরেই ভিসাটি চালু হবে।
সে লক্ষ্যেই দিনরাত কাজ করে যাচ্ছে সবাই। তবে ভিসার কোনো বিষয়ে মানুষের যেন জটিলতা না হয় সেটি মাথায় নিয়েই অত্যন্ত সাবধানতার সাথে কাজ করছেন তারা।
চালু হতে যাওয়া একক ভিসা ব্যবস্থার নাম দেওয়া হচ্ছে জিসিসি গ্র্যান্ড ট্যুরস। ওমান ছাড়াও এর আওতায় রয়েছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত ও কাতার।
শেনজেন ভিসার আদলে এই ভিসা পদ্ধতি চালু করছে গালফ কো-অপারেশন কাউন্সিল। এর আগে সোমবার আমিরাতের অর্থনীতিবিষয়ক মন্ত্রী আবদুল্লাহ বিন তৌক আল মারি বিশেষ এই ভিসার উদ্বোধনী দিনে ঘোষণা দেন, নতুন এই ভিসায় ছয়টি দেশে ৩০ দিনের বেশি অবস্থান করা যাবে।
তবে ওমানে থাকা বাংলাদেশিরা এই ভিসার সুবিধা পেলেও নতুন করে যারা ওমানে যেতে আগ্রহী তারা কতটা সুযোগ নিতে পারবেন তা নিশ্চিত নয়।
তবে ধারণা করা হচ্ছে, এই ভিসা কার্যকর হওয়ার আগে আগেই ওমান বাংলাদেশিদের বিষয়ে একটি সুস্পষ্ট নির্দেশনা জানিয়ে দেবে।
যেহেতু একক ভিসার ক্ষমতা কেবল ওমানের হাতে নয়, তাই অনেকেই এই ভিসা বাংলাদেশিদের জন্য সুসংবাদ হিসেবেই দেখছেন।
যদিও এই ভিসা প্রাপ্তির নীতিমালা এখনো প্রকাশিত হয়নি। তাই নিকট ভবিষ্যতে বাংলাদেশিদের জন্য কি অপেক্ষা করছে- তা নিশ্চিত করে বলা কঠিন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post