স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের হাটিকুমরুল বাজারে অভিযান চালিয়ে অনুমোদনহীন বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে সেগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এছাড়া এসব সিগারেট বিক্রির দায়ে চার ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গত শনিবার বিকাল ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দীন ভূঞা জনী চার ব্যবসায়ীকে জরিমানা করেন। ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইনের অধীনে ভ্রাম্যমাণ আদালতটি পরিচালিত হয়।
দণ্ডিত চার ব্যবসায়ী হলেন- মিজানুর রহমান, মো. আরিফ, মো. কাউসার ও মো. রুবেল। তাদের কাছ থেকে জব্দ করা সিগারেটের আনুমানিক মূল্য ৪৫ হাজার টাকা। র্যাব-১২ এর সিরাজগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার এএসপি মিরাজের নেতৃত্বে র্যাবের একটি দল অভিযানে সহায়তা করেছে।
আরো পড়ুনঃ বৈধভাবে কানাডা যাবেন যেভাবে
সিরাজগঞ্জ জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তোফাজ্জল হোসেন জানান, জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে। এর আগে গত ১৭ জানুয়ারি সিরাজগঞ্জ রোডে কয়েক লাখ টাকার বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় তামাক নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন করে বিদেশি সিগারেট বিক্রির দায়ে পাঁচ বিক্রেতাকে পাঁচ হাজার টাকা করে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার জিন্নাতুল আরা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post