ওমান থেকে বাংলাদেশে বৈধ চ্যানেলে সর্বাধিক বৈদেশিক মুদ্রা প্রেরণকারী হিসেবে ৫ম বারের মতো এনআরবি-সিআইপি (বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি) নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম সমিতি ওমানের সভাপতি মোহাম্মদ ইয়াছিন চৌধুরী।
চলতি বছর দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ ২০১৮ সালের জন্য সারাবিশ্বের যে ৩৭ জন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীকে সিআইপি নির্বাচিত করেছে তাদেরই একজন ইয়াছিন চৌধুরী।
আগামী ১৮ ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে ঢাকায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এনআরবি-সিআইপিদের মাঝে সনদ ও সম্মাননা প্রদান করবেন বলে জানাগেছে।
এর আগে টানা ৪বার সিআইপি হয়েছিলেন ইয়াছিন চৌধুরী। তিনি বর্তমানে প্রবাসী বাংলাদেশিদের শীর্ষ সংগঠন এনআরবি-সিআইপি অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক পদে আছেন। চট্টগ্রামের রাউজান উপজেলার দক্ষিণ সর্তা গ্রামের মোহাম্মদ মুছা চৌধুরী ও খুরশীদা বেগমের ৪র্থ সন্তান ইয়াছিন চৌধুরী ১৯৯৫ সালে স্নাতক শেষ করে পাড়ি জমান ওমানে।
আরো পড়ুনঃ বৈধভাবে কানাডা যাবেন যেভাবে
প্রথমে ওমানের একটি প্রতিষ্ঠানের সাধারণ কর্মী হিসেবে প্রবাস জীবন শুরু করেন। এরপর নিজেই ধীরে ধীরে গড়ে তোলেন আসবাব, রিয়াল এস্টেটসহ নানা ব্যবসা। বর্তমানে দুইশ’রও বেশি বাংলাদেশি শ্রমিক কাজ করছে তার প্রতিষ্ঠানে।
৫ম বারের মতো প্রবাসী সিআইপি হওয়ার অনুভূতি জানাতে গিয়ে ইয়াছিন চৌধুরী বলেন, আমি প্রমাণ করতে সক্ষম হয়েছি কঠোর পরিশ্রম আর সততা দিয়ে প্রবাসে একজন সাধারণ শ্রমিকও মালিক হওয়া যায় এবং রাষ্ট্রীয় সম্মান অর্জন করা সম্ভব।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post