তাইওয়ানের হুয়ালিয়েন শহরে যে ভূমিকম্প আঘাত হেনেছে তারপর মাত্র ৯ মিনিটের মধ্যে আরও চার আফটারশক অনুভূত হয়েছে।
সোমবার (২২ এপ্রিল) স্থানীয় সময় বিকেল ৫টা ৮ মিনিটে হুয়ালিয়েন শহরে ৫ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এরপর ৫টা ১৭ মিনিটের মধ্যে আরও চারবার আফটারশক অনুভূত হয়।
স্থানীয় সংবাদ সংস্থা ফোকাস তাইওয়ান এক এক্স (সাবেক টু্ইটার) বার্তায় জানায়, বিকেল ৫টা ৮ মিনিট থেকে ৫টা ১৭ মিনিটের মধ্যে পূর্ব তাইওয়ানের হুয়ালিয়েন শহরের শউফেং টাউনশিপে পাঁচটি ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এতে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
চলতি মাসের ৩ তারিখে তাইওয়ানের এই হুয়ালিয়েন শহরে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হানে। এতে অন্তত ১৭ জনের প্রাণহানি ঘটে। আহত হন আরও কয়েক ডজন মানুষ। সে সময় দেশটিতে সুনামি সতর্কতাও জারি করা হয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post